
ছবিঃ সংগৃহীত
কচ্ছপ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম। যদিও বেশিরভাগ কচ্ছপ ১০ থেকে ৮০ বছর পর্যন্ত বাঁচে, তবে কিছু স্থল ও সামুদ্রিক প্রজাতি শতবর্ষ পার করে দেয়। ধীরগতির জীবনযাপন, শক্তিশালী দেহ এবং শান্ত প্রকৃতি হতে পারে তাদের দীর্ঘজীবনের মূল রহস্য।
তাদের সঠিক বয়স নির্ধারণ সহজ নয়, বিশেষ করে যখন তারা একাধিক প্রজন্মের মানুষের জীবনের সাক্ষী হয়ে ওঠে। অনেকের বয়স অনুমান করা হয় ঐতিহাসিক তথ্য, ডিএনএ পরীক্ষা ও শারীরবৃত্তীয় চিহ্নের ভিত্তিতে।
বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পাঁচটি কচ্ছপ:
আলাগবা (Alagba) – ৩৪৪ বছর
নাইজেরিয়ার ওগবোমোসো শহরের রাজপ্রাসাদে বাস করত আফ্রিকান স্পার-থাইড কচ্ছপ আলাগবা। ২০১৯ সালে তার মৃত্যু হয়। যদিও অনেকেই তার বয়স নিয়ে সন্দিহান, অনেকে মনে করেন কয়েকটি কচ্ছপকে ‘আলাগবা’ বলা হয়েছে সময়ের সাথে। তবুও, নাইজেরীয় লোককাহিনিতে তার নাম রয়ে গেছে।
অদ্বৈত (Adwaita) – ২৫৫ বছর (অনির্ধারিত)
কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ২০০৬ সালে মারা যায় অদ্বৈত নামের অ্যালডাব্রা জায়ান্ট কচ্ছপটি। ধারণা করা হয়, এটি ১৭৫৭ সালে ভারতে আনা হয়েছিল। তার প্রকৃত বয়স নিশ্চিত না হলেও, দীর্ঘ জীবন ও বিশাল আকৃতির জন্য সে বিখ্যাত হয়ে ওঠে।
জোনাথন (Jonathan) – ১৯০+ বছর
জোনাথন বর্তমানে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক স্থলপ্রাণী। ১৮৩২ সালের আশেপাশে জন্ম নেওয়া এই সেশেলস জায়ান্ট কচ্ছপটি এখন সেন্ট হেলেনা দ্বীপে বাস করছে। বয়সের ভারেও সে সুস্থ রয়েছে নিয়মিত পরিচর্যার মাধ্যমে।
টু’ই মালিলা (Tu’i Malila) – ১৮৯ বছর
১৭৭৭ সালে ক্যাপ্টেন জেমস কুক টোঙ্গার রাজপরিবারকে উপহার দিয়েছিলেন মাদাগাস্কারের এই রেডিয়েটেড কচ্ছপটি। ১৯৬৬ সালে মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ১৮৯ বছর। বর্তমানে তার দেহ সংরক্ষিত রয়েছে টোঙ্গায়।
হ্যারিয়েট (Harriet) – ১৭৫ বছর
ধারণা করা হয়, চার্লস ডারউইনের গ্যালাপাগোস ভ্রমণের সময় হ্যারিয়েটকে সংগ্রহ করা হয়। এই গ্যালাপাগোস জায়ান্ট কচ্ছপটি দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় জীবন কাটায় এবং ২০০৬ সালে মৃত্যুর আগে গিনেস রেকর্ডে সবচেয়ে বেশি বয়সী কচ্ছপ হিসেবে নাম লেখায়।
এই কচ্ছপগুলো প্রমাণ করে— ধৈর্য, শান্ত জীবন এবং প্রাকৃতিক ভারসাম্যই দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি।
মুমু