ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

জীবন বদলে দিতে পারে প্রাচীন এই পাঁচ বই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৫ মে ২০২৫

জীবন বদলে দিতে পারে প্রাচীন এই পাঁচ বই

ছবিঃ সংগৃহীত

আজকের দুনিয়ায় যেখানে প্রতিনিয়ত নতুন নতুন আত্ম-উন্নয়নের বই বের হচ্ছে, সেখানে বহু পুরনো কিছু বই এখনো মানুষের জীবন দর্শন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচটি প্রাচীন গ্রন্থ—যেগুলো হাজার হাজার বছর আগের হলেও আজকের ২০২৫ সালের জটিলতাতেও প্রাসঙ্গিক। 

এই গ্রন্থগুলো রাতারাতি সাফল্য বা সুখের প্রতিশ্রুতি দেয় না, বরং মননশীল চিন্তা, নৈতিকতা, আত্ম-অন্বেষণ ও জগতকে নতুন চোখে দেখার পথ দেখায়।

১. দ্য আর্ট অব ওয়ার - সান জু
খ্রিস্টপূর্ব ৫ম শতকে লেখা এই যুদ্ধবিদ্যার বই আজ কেবল যুদ্ধের জন্য নয়, নেতৃত্ব, কৌশল এবং দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে দারুণভাবে প্রাসঙ্গিক। সান জু বলেন, “সর্বোচ্চ শ্রেষ্ঠতা হলো লড়াই না করেই জয় পাওয়া।” এটি আমাদের শেখায়, সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে পরিবেশ ও মনোভাব বদলে ফলাফল অর্জনের মূল্য।

২. এনকিরিডিয়ন - এপিকটেটাস
দুই হাজার বছর আগের স্টোয়িক দার্শনিক এপিকটেটাসের এই বই ‘হ্যান্ডবুক’ নামেই পরিচিত। এতে বলা হয়, আমাদের নিয়ন্ত্রণে যা আছে, কেবল সেটিতেই মনোযোগ দেওয়া উচিত—যেমন আমাদের মতামত, আচরণ, ইচ্ছা ইত্যাদি। ২০২৫ সালের অনিশ্চয়তা ও উদ্বেগের যুগে এটি আমাদের মানসিক মুক্তির পথ দেখায়।

৩. মেডিটেশনস - মার্কাস অরেলিয়াস
রোমান সম্রাট মার্কাসের ব্যক্তিগত ডায়েরি আজ বিশ্বজুড়ে আত্ম-জিজ্ঞাসার এক অনন্য দলিল। তিনি লেখেন, “তোমার মনই তোমার শক্তি, বাইরের ঘটনা নয়।” আজকের সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সবাই নিজেকে প্রদর্শন করে, সেখানে এই বই আত্ম-প্রত্যয় ও অভ্যন্তরীণ শক্তির খোঁজ দেয়।

৪. নিকোম্যাকিয়ান এথিকস - অ্যারিস্টটল
প্রায় ২৪০০ বছর আগে লেখা অ্যারিস্টটলের এই বই সুখ বা সফলতা নয়, বরং 'ফ্লোরিশিং' অর্থাৎ নৈতিকভাবে ভালো জীবনযাপনের ওপর জোর দেয়। তিনি বলেন, “সাহস হলো ভয় ও অতি-সাহসের মাঝামাঝি।” আধুনিক যুগের নৈতিক অনিশ্চয়তায় অ্যারিস্টটলের প্রজ্ঞা আমাদের সাহস, সংযম ও বিবেচনার শিক্ষা দেয়।

৫. ধম্মপদ
বুদ্ধের শিক্ষা-ভিত্তিক এই গ্রন্থটি মানব মনের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এখানে বলা হয়, “আমরা যা ভাবি, আমরা তাই হয়ে উঠি।” মনোযোগ, সংযম ও বর্তমান মুহূর্তে বেঁচে থাকার শিক্ষা দিয়ে এটি আমাদের ভার্চুয়াল বিভ্রান্তির জগতে স্থিরতা খুঁজে পেতে সহায়তা করে।
এই প্রাচীন পাঁচ গ্রন্থ সময়ের স্রোতকে অতিক্রম করে আজও জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। দ্রুত ফল চাওয়ার সংস্কৃতিতে এই বইগুলো ধৈর্য, অধ্যবসায় ও চিন্তার গভীরতার আহ্বান জানায়। যে কেউ জীবনের অর্থ, উদ্দেশ্য ও শান্তি খুঁজছেন—এই বইগুলো হতে পারে তাদের পথের আলো।

মুমু

×