
কক্সবাজারের পূর্বাঞ্চলের অস্ত্র চোরাচালানসহ বহু মামলার আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
কক্সবাজার জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রবিবার ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর একটি টিম রামুর মাঝিরকাটা এলাকায় শাহীন ডাকাতের ডেরায় অভিযান চালায়।
ওই সময় ডাকাত শাহীনের নবনির্মিত বাড়ি থেকে ১৯ রাউন্ড বিভিন্ন রকমের রাইফেল-এর গুলি, ১টি টাকা গোনার মেশিন, ২টি দা, ১টি ল্যাপটপ, ৪টি আইপি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে এসময় ডাকাত শাহীনকে পাওয়া যায়নি।
পুলিশের তথ্য সূত্র বলছে, সি, আর ওজি, আর মামলা এবং জিডিসহ প্রায় ১৭ মামলার পলাতক আসামি ডাকাত শাহীন। তার দুই ডজন মামলার মধ্যে ৯টি ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই, ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে।
সজিব