ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কুরবানি ঈদে নতুন পোশাক

প্রকাশিত: ১৮:০১, ২৫ মে ২০২৫

কুরবানি ঈদে নতুন পোশাক

লা রিভ

প্রকৃতির রং, রূপ ও সরল সৌন্দর্যের কাছে নিজেকে নিবেদন করতে পারার মাঝে নির্মল এক আনন্দ লুকিয়ে আছে। দিনশেষে প্রকৃতিই আমাদের নতুন করে বাঁচতে শেখায়, ইতবাচক হতে শেখায়। এমনই এক সরল ভাবনা থেকে দেশের সেরা শীর্ষস্থানীয় ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে ডিভোশন বা আত্মনিবেদন শিরোনামে ঈদুল আজহার দারুণ একটি কালেকশন।  
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেছেন, ‘এই বছরের কালেকশনটি ডিজাইন করা হয়েছে আত্মসমর্পণের ইতিবাচক অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে। আত্মনিবেদনের এই গভীর অনুভূতিই আমরা প্রকাশ করেছি পোশাকের রং, ডিজাইন আর ফেব্রিকে। গরমের সময় এবং ঈদের ব্যস্ততায় যেন আরাম আর স্টাইল দুইই মেলে, সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এবারের কালেকশন।’


লা রিভ ঈদুল আজহা ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালের লা রিভ স্টোরে। আর ঘরে বসেই ঈদের শপিং করতে চাইলে ভিজিট করুন www.lerevecraze.com অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। মেসেঞ্জারেও অর্ডার দেওয়া যাবে www.facebook.com/lerevecraze

প্যানেল

×