ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

হতাশা ভুলে পাকিস্তানে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫২, ২৫ মে ২০২৫

হতাশা ভুলে পাকিস্তানে বাংলাদেশ

পাকিস্তানে পৌঁছানোর পর তানজিম সাকিব-ইমনরা

‘এই হারকে জীবনের অংশ হিসেবে দেখতে হবে। ক্রিকেট খেললে এমন হবে।’ অধিনায়ক হিসেবে লিটন দাস আর কিইবা বলত পারেন। শারজায় আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১এ টি২০ সিরিজ হারের কষ্ট ছুঁয়ে যাচ্ছে গোটা দলকে। একরাশ হতাশা সঙ্গী করে ‘আসল’ মিশনে টিম বাংলাদেশ এখন পাকিস্তানে। দুবাই থেকে দুই ভাগে ভাগ হয়ে লাহোর পৌঁছেছে লিটন দাসের দল। ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যসহ দশ জনের প্রথম বহর রবিবার মধ্যরাতে লাহোর বিমানবন্দরে পা রাখে। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়। বাকি সদস্যদের ইতোমধ্যে পৌঁছে যাওয়ার কথা। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনাল খেলে আজই দলের সঙ্গী হবেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। দুদিনের অনুশীলনের পর শুরু হবে মাঠের লড়াই। গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি২০ বুধবার। পরের দুই ম্যাচ শুক্র ও শনিবার।
প্রথম বহরে লাহোরে পৌঁছানো ক্রিকেটারদের মধ্যে আছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। সঙ্গে ছিলেন দলের ম্যানেজার নাফিস ইকবালসহ  কয়েকজন সাপোর্ট স্টাফ। বিসিবি এই সফরে কারও ওপর চাপ প্রয়োগ করেনি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া ইনজুরির কারণে আমিরাত থেকে দেশে ফিরে এসেছেন সৌম্য সরকার। তাদের অনুপস্থিতিতে টি২০ দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মিরাজ। বর্তমানে তিনি পাকিস্তানেই অবস্থান করছেন পিএসএল খেলতে গিয়ে। একইভাবে পাকিস্তানে আছেন তরুণ লেগ স্পিনার রিশাদও। দুজনেই খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। গত রাতের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল শেষ করে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অভিজ্ঞ পেসার মুস্তাফিজের। শনিবার শেষ হয়েছে তার আইপিএল মিশন। সাম্প্রতিক দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফলে নিñিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান সরকার।
বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সিরিজজুড়ে নিরাপত্তা নিশ্চিত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। ইমন-সাকিবদের প্রথম বহর  লাহোরে পা রেখেই সেটি টের পেয়েছে। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা পাহারায় তাদের নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পিএসএল পিছিয়ে যাওয়ায় সেটি এখন তিন ম্যাচের।

প্যানেল

×