ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কাতালান মেয়েদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫০, ২৫ মে ২০২৫

কাতালান মেয়েদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

.

দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক নারী ফুটবলে অসাধারণ এক সাফল্য অর্জন  করেছে আর্সেনাল নারী দল। লিসবনে অনুষ্ঠিত উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তারা। এই ম্যাচে কাতালানদের ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে গানার্স মেয়েরা।
শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দারুণ উপভোগ করেছে গ্যালারিপূর্ণ ভক্তরা। উত্তেজনাপূর্ণ ফাইনালে আর্সেনালের পক্ষে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন সুইডিশ ফরোয়ার্ড স্টিনা ব্লাকস্টেনিউস। ম্যাচের ৭৪তম মিনিটে তার করা গোলই গড়ে দেয় পার্থক্য, যা শেষ পর্যন্ত আর্সেনালকে এনে দেয় ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট।
এই জয়ে ১৮ বছর পর দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হলো গানার মেয়েরা। এর আগে ২০০৭ সালে তারা প্রথমবারের মতো ইউরোপিয়ান শিরোপা জিতেছিল, তখন টুর্নামেন্টটির নাম ছিল ‘উয়েফা উইমেন’স কাপ’। এই জয়ে শুধু ক্লাব ইতিহাসেই নয়, নারী ফুটবলের সামগ্রিক অগ্রযাত্রায়ও এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল আর্সেনাল নারী ফুটবল দল।

প্যানেল

×