ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

হামজাদের ম্যাচের টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:৪১, ২৫ মে ২০২৫

হামজাদের ম্যাচের টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে

.

দেশের ক্রিকেট অঙ্গনে যখন কালো মেঘের আনাগোনা, ফুটবলে বইছে সুবাতাস। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা হামজা চৌধুরীর পর কানাডা প্রিমিয়ার লিগে খেলা সামিত সোম ও ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলামেরও বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বের এই ম্যাচ নিয়ে বাংলাদেশের দর্শক-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হতে পারে সামিত-ফাহমিদুলের। সেই সঙ্গে হামজা চৌধুরী তো আছেনই। প্রবাসী তিন তারকাকে দলে ভিড়িয়ে বাংলাদেশের শক্তিমত্তা বেড়েছে অনেকটাই। ফলে দীর্ঘদিন পর দেশের ফুটবলে আগ্রহ ফিরে পাচ্ছে ফুটবলপ্রেমীরা। প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে (টিকিফাই)। হুমড়ি খেয়ে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। জ্যাম হয়ে গেছে সার্ভার। দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে কালোবাজারিদের মাধ্যমে টিকিট ছিনতাইয়ের অভিযোগ করেছেন অনেকে। তারা বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়েছে বাফুফের প্রতি। শনিবার দুপুর ১২টায় অনলাইনে টিকিট ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে শুরু হয় রাত ৮ টায়। এরপর থেকে ঘটে নানা কা-। বাফুফের মোট ৯টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু করে। টিকিট বিক্রির অফিসিয়াল প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই শেষ হয় ৪টি ক্যাটাগরির টিকিট। সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের উপর ও নিচ এবং ক্লাব হাউজ-১ এর উপরের অংশ ও স্কাই ভিউ অংশের সব টিকিট বিক্রি হয় অল্প সময়েই। দর্শকরা যখন টিকিট কিনতে টিকিফাইয়ে প্রবেশ করছিল, প্রবল চাপে হঠাৎ ডাউন হয় সার্ভার। বন্ধ হয়ে যায় টিকিট বিক্রি। পরে জানা যায়, টিকিফাইয়ের ওয়েবসাইট শিকার হয় সাইবার আক্রমণের। বাফুফে সেটি স্বীকার করে দুঃখ প্রকাশ করে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, তাদের টিম ও টিকিফাইয়ের টিম রাতভর কাজ করেছে সার্ভারের সমস্যা দূর করতে এবং সাইবার আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ওয়েবসাইটে সমস্যার জন্য দুঃখ প্রকাশ করলেও দর্শক আগ্রহ দেখে বাফুফের একাধিক কর্মকর্তা সন্তুষ্টি প্রকাশ করেছেন!  গত মার্চে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও ভালো ফলের প্রত্যাশায় সমর্থকরা। ঘরের মাঠে এবারই প্রথম একসঙ্গে খেলতে নামবেন হামজা-সামিত সোমরা।  সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সে ম্যাচের টিকিটও অনলাইনে টিকিফাই থেকে এবং সরাসরি বুথ থেকে কেনার ব্যবস্থা রয়েছে।
এদিকে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির জন্য বাফুফে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা ৪৮ ঘণ্টা এগিয়ে এনেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোকে পাঠানো হয়েছে। চলতি লিগে শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে। চার দলের ম্যাচ এগিয়ে আনার কারণ জাতীয় দলের ক্যাম্প আগেভাগে শুরু করা। বাফুফের আগের পরিকল্পনা ছিল ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করা।
লিগের চার ম্যাচ এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে এসেছে। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুইদিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে। ১০ জুন ম্যাচের আগে বাফুফে একটি প্রীতি ম্যাচ আয়োজন করছে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ভুটান ১ বা ২ জুন বাংলাদেশে আসতে পারে।
বড় প্রশ্ন তিন প্রবাসী ফুটবলার আসছেন কবে? লাল-সবুজের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় পা রাখবেন বলে নিশ্চিত করেছে বাফুফে। এরপর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম এবং এর আগেই, ৩০ মে দেশে আসছেন ফাহমিদুল ইসলাম। তবে, আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও সামিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

প্যানেল

×