
গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন এবং সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যৌথভাবে উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস। এই লক্ষ্যে ‘সুখী’ প্ল্যাটফর্ম ব্যবহারে একটি চুক্তি স্বাক্ষর করেছে উভয় প্রতিষ্ঠান।
সম্প্রতি রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটস এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস-এর সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় গ্রামীণফোনের গ্রাহকরা ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা মোবাইল ব্যালেন্স থেকেই চিকিৎসা পরামর্শ ও অন্যান্য সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে দেশের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হবে, যা ডিজিটাল স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। শিগগিরই এই সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে প্রকাশ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস-এর চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলাইমুন রাসেল ও চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোন সবসময়ই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সুখীর মতো উদ্ভাবনী প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে আমরা সেই সেবা আরো সহজে, দ্রুত এবং সাশ্রয়ীভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারব।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী বলেন, গ্রামীণফোনের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রসারে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে এবং দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।
গ্রামীণফোন জানিয়েছে, উন্নত ও মানসম্পন্ন ডিজিটাল জীবনধারার প্রসারে তারা নিরলসভাবে কাজ করছে। ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য দ্রুত ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পদক্ষেপ সেই লক্ষ্যপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
এসএফ