ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

স্ক্রিনশট থেকেই লোকেশন! গুগল ম্যাপের নতুন এআই ম্যাজিক

প্রকাশিত: ১৫:০১, ২৫ মে ২০২৫

স্ক্রিনশট থেকেই লোকেশন! গুগল ম্যাপের নতুন এআই ম্যাজিক

ছবিঃ সংগৃহীত

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গুগল ছাড়া এক মুহূর্তও যেন কল্পনা করা কঠিন। কোনো কিছু জানতে চাইলে এক ক্লিকেই সেটি চলে আসে আমাদের স্মার্টফোনের স্ক্রিনে। গুগলের অসংখ্য ফিচারের মধ্যে গুগল ম্যাপ বিশেষভাবে জনপ্রিয়। সময়ের সাথে তাল মিলিয়ে নিয়মিত নতুন নতুন আপডেট আসছে এই অ্যাপে। এবার গুগল ম্যাপে যুক্ত হয়েছে এক নতুন চমকপ্রদ ফিচার—যার মাধ্যমে আপনি ফোনে থাকা একটি সাধারণ স্ক্রিনশট থেকেই লোকেশন খুঁজে পেতে পারবেন।

ধরুন, আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট বা ক্যাফের ছবি দেখলেন এবং সেটার স্ক্রিনশট তুলে রাখলেন ভবিষ্যতে যাওয়ার জন্য। আগে হলে সেই জায়গার নাম বা ঠিকানা আলাদাভাবে গুগল ম্যাপে সার্চ করতে হতো। কিন্তু এখন আর সে ঝামেলা নেই। আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন, সেটির মাধ্যমেই গুগল ম্যাপ আপনাকে সরাসরি লোকেশন জানিয়ে দেবে।

এই নতুন ফিচারটির পেছনে কাজ করছে গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, Gemini AI। এটি স্ক্রিনশট স্ক্যান করে তার মধ্যে থাকা লেখা ও ছবি বিশ্লেষণ করে সুনির্দিষ্ট স্থান শনাক্ত করতে সক্ষম। ব্যবহারকারীর অনুমতি নিয়ে সেই লোকেশন গুগল ম্যাপে সংরক্ষিত হয়, ফলে ভবিষ্যতে সহজেই সেটি খুঁজে পাওয়া যায়।

এই সুবিধা ব্যবহারের জন্য প্রথমেই নিশ্চিত হতে হবে যে আপনার আইফোনে ইনস্টল থাকা গুগল ম্যাপ অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেটেড আছে। এরপর অ্যাপটি খুলে "You" ট্যাবে গেলে দেখা যাবে নতুন একটি প্রাইভেট তালিকা, যার নাম "Screenshots"। সেখানে ট্যাপ করলেই একটি ডেমো ভিডিও দেখা যাবে, যাতে বোঝানো হবে ফিচারটি কীভাবে কাজ করে। ডেমো চলাকালীন আপনি দেখতে পাবেন, একটি রিভিউ স্ক্রিন পপ আপ হচ্ছে এবং আপনি চাইলে সেই স্থানটি আপনার ম্যাপে সেভ করেও রাখতে পারবেন।

এই আধুনিক ফিচার নিঃসন্দেহে ব্যবহারকারীদের জন্য সময় বাঁচানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর জীবনযাত্রাকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। ভবিষ্যতে গুগল ম্যাপে আরও উন্নত ফিচার যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

মারিয়া

×