
ছবি: জনকণ্ঠ
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় অংশ নেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিনিধিরা।
সভার মূল লক্ষ্য ছিল শ্রমিক অসন্তোষ নিরসন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের শতভাগ বেতন ও বোনাস পরিশোধ এবং সরকার নির্ধারিত ছুটি প্রদান নিশ্চিত করা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, “ঈদের ছুটির সময় কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও মোবাইল টহল দল নিয়মিত কাজ করবে।” তিনি আরও বলেন, “ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কোনো শ্রমিক বা কারখানাসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামী ৩ জুনের মধ্যে সকল কারখানায় বেতন ও বোনাস পরিশোধে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে ঈদ সংক্রান্ত নিরাপত্তা ও সমন্বয় কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
এই আয়োজন শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক সমঝোতা, শিল্পখাতের শান্তি-শৃঙ্খলা এবং একটি নিরাপদ ও স্থিতিশীল কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শহীদ