ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সারা পৃথিবীতে মৌলবাদীর জন্মদাতা-মদদদাতা একটি দেশ, তারা লাদেনের জন্মদাতা আবার তারাই লাদেনকে শেষ করেছে: গয়েশ্বর চন্দ্র

প্রকাশিত: ২২:২০, ২৫ মে ২০২৫; আপডেট: ২২:২২, ২৫ মে ২০২৫

সারা পৃথিবীতে মৌলবাদীর জন্মদাতা-মদদদাতা একটি দেশ, তারা লাদেনের জন্মদাতা আবার তারাই লাদেনকে শেষ করেছে: গয়েশ্বর চন্দ্র

‘‘পৃথিবীতে যে শক্তিকে আপনি (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) সন্তষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদীর জন্মদাতা-মদদদাতা ওই দেশটা (যুক্তরাষ্ট্র)। তারা লাদেনের জন্মদাতা আবার তারাই লাদেনকে শেষ করেছে” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৫ মে) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘আমরা ন্যাশনালিস্ট পার্টি, আমরা দেখতেছি যে, এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা আছে অর্থাৎ সোশ্যাল ইকোনমি এবং ক্যাপিটেল ইকোনমি এটাই তো দ্বন্দ্ব, বাম-ডান এর বেশি কিছু না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম রাজনীতি মৌলবাদী করে তারা তেমনই একই চারা এটা ড ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছেন। মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য।”

 

সূত্রঃ https://www.youtube.com/watch?v=MPW4N6LpHCA

রিফাত

আরো পড়ুন  

×