
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশের ভেতরে ও বাইরে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একটি নতুন সংকট শুরু হয়েছে, যাতে আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত হয়, সবকিছু ভেঙে পড়ে এবং আমরা যেন আবার পরাধীনতার দিকে ফিরে যাই।”
রবিবার (২৫ মে) দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এক বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, “আমি প্রফেসর ইউনুসকে উদ্ধৃত করছি— আমরা এখন এক বড় যুদ্ধাবস্থার মধ্যে আছি। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কৌশলে চেষ্টা চলছে। আমাদের এসব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “তারা বিভাজন সৃষ্টির যে প্রচেষ্টা চালাচ্ছে, তা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। ঐক্যমত গড়ে তুলতে হবে, কারণ একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি, তা যেন আরও সামনে এগিয়ে যায়।”
নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে দায়ী মনে করব।” তিনি জানান, আগামী ৩০ জুনের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করা হবে।
সরকারের তিনটি মূল লক্ষ্য সংস্কার, বিচার ও নির্বাচন উল্লেখ করে প্রেস সচিব বলেন, “এই লক্ষ্যগুলো বাস্তবায়নে সরকার অটল রয়েছে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ।”
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=2lTZLIHXGJM
মেহেদী