ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

আগামী প্রজন্ম নজরুলকে নিয়েই আগাবে: উপদেষ্টা ফরিদা আখতার

প্রকাশিত: ০২:১২, ২৬ মে ২০২৫

আগামী প্রজন্ম নজরুলকে নিয়েই আগাবে: উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী প্রজন্ম কাজী নজরুল ইসলামকে নিয়েই দেশের অগ্রগতি ঘটাবে। কারণ নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ও জাতীয় চেতনার মূল ভিত্তি।

শনিবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “৫ আগস্টের গণজাগরণের সময় নজরুলের গানের প্রেরণায় তরুণরা দেশব্যাপী এগিয়ে এসেছে। যদিও তরুণদের অধিকাংশের নজরুল সম্পর্কে গভীর জ্ঞান নেই, কারণ তাদের বয়স কম। কিন্তু ২০২৫ সালের জুলাই আন্দোলনে তরুণ-তরুণীরা প্রমাণ করেছে, নজরুল ছাড়া বিকল্প নেই। সারাদেশে তাঁর বিদ্রোহী কবিতা ও গান বাজতে দেখা গেছে। নজরুলের বিদ্রোহী মনোভাব তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “নজরুলের সাম্যবাদী চিন্তা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ‘গাহি সাম্যের গান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

এ অনুষ্ঠানের আয়োজন করেছে রেডিয়েন্ট পাবলিকেশন্সের প্রতিষ্ঠান সাপ্তাহিক ‘সাম্প্রতিক দেশকাল’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘দেশকাল নিউজ ডটকম’। সার্বিক সহযোগিতা দিয়েছে রেডিয়েন্ট কেয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

আজকের জন্মদিন উপলক্ষে দেশের আয়োজনগুলো নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, “সাম্প্রতিক দেশকাল ও দেশকাল নিউজের মতো গণমাধ্যম এই আয়োজন করেছে, তবে জাতীয় পর্যায়ে আরও বড় আকারে এ ধরনের আয়োজন হওয়া উচিত ছিল।”

তিনি উল্লেখ করেন, “রমজানে আমরা ধর্মীয় কর্মসূচিতে বেশি মনোযোগ দিয়ে থাকি, কিন্তু ইফতারের আগে ‘নজরুলে হামদ-নাত’ ছাড়া আয়োজন কল্পনাও করা যায় না। ঈদের সময়ও ‘ও মোর রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ’ গান ছাড়া উৎসব অসম্পূর্ণ মনে হয়। নজরুল আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।”

জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক ও শিক্ষক ড. তাহা ইয়াসিন। তিনি বলেন, “নজরুলের লেখায় যে ‘উন্নত মম শির’ এর অর্থ, তা ১০০ বছর পর বাংলাদেশে আবু সাঈদ প্রাঞ্জলভাবে বুঝিয়েছেন। ৫ আগস্টের গণজাগরণের পর নজরুলের কবিতা ও গান রাস্তায় প্রাণ সঞ্চার করেছে।”

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দেন সাম্প্রতিক দেশকাল ও দেশকাল নিউজের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। তিনি বলেন, “আমাদের দেশে নানা রাজনৈতিক ও সামাজিক কারণে নজরুলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এখন নতুন পরিবর্তনের দিকে এগিয়েছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণ করে নজরুলসংগীত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পী শাহীন সামাদ, ফেরদৌস আরা, নাশিদ কামাল, ইউসুফ আহমেদ খান, প্রিয়াংকা গোপ এবং বিজন মিস্ত্রী। এছাড়াও কবিতার আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী টিটো মুন্সী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা জাহান।

এসএফ 

×