ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কবিতা

ডিম মেনিফেস্টো

সোহেল রানা

প্রকাশিত: ১৮:০৭, ২২ মে ২০২৫

ডিম মেনিফেস্টো

ডিম মেনিফেস্টো
সোহেল রানা

একটি ডিম
না, খাদ্য নয়
অস্ত্রও নয়,
এটি হলো
‘ডিসট্র্যাকশন সিড’
মাথার ওপর রাখা।

শেল নরম হলে লোকে হাসে,
ফেটে গেলে রক্ত দেখে ভয় পায়
কেউ প্রশ্ন করে না
কে রেখেছিল এটা?

সে দাঁড়িয়ে থাকে
আর সবাই ভাবে:
লোকটা বোধহয় পাগল,
অথচ সে নিজেই স্ক্রিপ্টে বাধা
ধারাভাষ্য চালু থাকে পেছনে।

ক্যামেরা অন।
ভিউয়ার সংখ্যা বাড়ছে।
শেয়ার, রিঅ্যাক্ট, ইমোশনাল হ্যান্ডলিং
সব চলছে
গবধহযিরষব:
ড়ভভংযড়ৎব অ্যাকাউন্টে টাকা ঢুকছে।

তুমি কি কখনও ভেবেছো,
ট্রাম-বাসের কেচ্ছা শুনে
কে বাঁচে?

তার গায়ে রক্ত মানে
নেপথ্যের ইনক্রিমেন্ট।
তার ভাঙা পা মানে
সরকারের প্রোডাকশন হ্রাসের ঢাল।
তার অদৃশ্য মুখোশ
মূল পরিচালক।

আমরা ভুল পথ দেখি।
ভুল কোরাসে গাই।
ভুল চরিত্রে কাঁদি।

এবং তবুও
কেউ ডিমটা সরায় না।


তবুও ভালোবাসা
রিফাত নিগার শাপলা

না হয় নাই রাখলে কথা
ছড়িয়ে দিলে ব্যথার বরফকূচি
তাতেই আমার নবজন্ম হবে
কলঙ্কে ফের হবো শুদ্ধ-সূচি।

উজাড় করে দিয়েইছি তো প্রেম
বেজার হয়ে ফিরুক ভালোবাসা
দুঃখ-সুখের হিসাব না হয় থাক
ভালোবাসা তবুও ভালোবাসা।

প্যানেল

×