
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সিলেট ও ময়মনসিংহ বিভাগ) সাখাওয়াত হোসেন বলেছেন, আপনারা হয়তো জেনে থাকবেন, কাশ্মীরের ডাল লেক নামক একটি জায়গায় ট্যুরিস্টদের কাছে হাউজবোট ভ্রমণ খুবই জনপ্রিয়। যেমনটি এই তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে রয়েছে। তো ভারত ও পাকিস্তানের মাঝে বিভিন্ন সময়ে উত্তেজনা থাকায় কাশ্মীরের ডাল লেকে অনেক বিদেশি ট্যুরিস্ট ভ্রমণে অনাগ্রহ দেখায়। কিন্তু টাঙ্গুয়ার হাওরে সেরকম কোনো সমস্যা নেই, শুধু প্রয়োজন হাওরের পরিবেশটা ঠিক রাখা, আগত দর্শনার্থীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা। আর এই মেসেজটা যদি বহির্বিশ্বের পর্যটকদের মাঝে ঠিকঠাক ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন প্রচুর বিদেশি পর্যটক তাহিরপুরে আসতে শুরু করেছে। তখন কাশ্মীরের ডাল লেক থেকেও জনপ্রিয় হয়ে উঠবে টাঙ্গুয়ার হাওরের হাউজবোট ভ্রমণ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুরে বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর ও অন্যান্য পর্যটন স্পটে আগত পর্যটকদের সেবার মান উন্নয়নে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি আর বলেন, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক বা শিমুলবাগানে আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ৬ মাস অর্থাৎ বর্ষাকাল পর্যন্ত ট্যুরিস্ট পুলিশের একটি তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করা হবে তাহিরপুরে। যেন ট্যুরিস্ট পুলিশ এখানে সার্বক্ষনিক অবস্থান করতে পারেন। এসময় তিনি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পর্যাপ্ত চেক পোস্ট বসানোর জন্য স্থানীয় থানা পুলিশকে আহবান জানান।
অতিরিক্ত ডিআইজি বলেন, হাওরে পর্যটকদের দুর্ঘটনার কবল থেকে রক্ষা ও সার্বিক নিরাপত্তা দিতে একটি রেসকিউ টিম গঠন করা হবে। এই টিমে ট্যুরিস্ট পুলিশ ছাড়াও থানা-পুলিশ, উপজেলা প্রশাসন, বিজিবি ও হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন থাকবেন। যাতে কোনো পর্যটক দুর্ঘটনায় পতিত হলে রেসকিউ টিম দ্রুত রেসপন্স করতে পারেন। তাছাড়া বর্ষাকালের এই সময়টাতে প্রশিক্ষিত ডুবুরি দলের কিছু সদস্যরা যেন তাহিরপুরে অবস্থান করেন এ দিকটি কার্যকরের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, আবহাওয়া বিভাগের সঙ্গে কথা বলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ট্যুরিস্টরা যেন হাওরে বের না হোন সে জন্য ফ্ল্যাগ (পতাকা) টানিয়ে সিগনালের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। যাতে করে ট্যুরিস্ট বা হাউজবোট চালকরা হাওরের আবহাওয়ার সর্বশেষ অবস্থা বুঝতে পারেন।
শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, এতকিছুর মধ্যে একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে, আমরা আমাদের হাওর, জলা, লেক কোনোভাবেই নোংরা করব না, এটাই হোক আমাদের অঙ্গিকার।
এসময় নৌ-পর্যটন শিল্প সমিতির সভাপতি রব্বানী বলেন, ফায়ার সার্ভিসের নিজস্ব স্পিডবোট না থাকায় হাওরে পর্যটকরা দুর্ঘটনায় পতিত হলে উদ্ধার কার্যক্রম অনেক দেরিতে শুরু হয়। তাছাড়া রাতে নীলাদ্রি লেকে হাউজবোট যখন অবস্থান করে সেখানে হিজড়াদের নানা উৎপাত থাকে। এবিষয় গুলো গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের সিলেট রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম, ট্যুরিস্ট পুলিশ সুনামগঞ্জ জোনের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, তাহিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদির, তাহিরপুর উপজেলা নৌ-পর্যটন শিল্প সমিতির সভাপতি রব্বানী, সাধারণ সম্পাদক আবুল আজাদ, ইউপি সদস্য আলী আবদাল খোকন, নৌকার মাঝি সাইকুল ইসলাম, জুসেফ মিয়া, সামাইয়ূন কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রাজু