
ছবি: সংগৃহীত
জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্টস অ্যালাইন্স, জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী বলেন, জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে, ৩১ মে’র মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে।
জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের ঐকবদ্ধ প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদ র্যালি শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ‘গত দুই দিন যাবৎ রাত পহালেই শুরু হয় গুজব, প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করছেন। আজ দুপুরে আমরা দেখতে পেয়েছি, যখন উপদেষ্টা পরিষদের বৈঠক বসে, তখন বাইরে থেকে বলা হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনো কেউ ঘরে ফিরে যায় নাই।’
‘যতক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা নির্বাচন করছেন, যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন এই দাপট থাকবে না। শেখ হাসিনাকে দেখেছেন ১৫ বছর কী করেছে, টিকতে পারে নাই। আপনারা নয় মাস কীভাবে টিকবেন? এত সহজ না।’
‘গত ২০ তারিখ প্রেস ক্লাব থেকে আল্টিমেটাম দিয়েছিলাম’ উল্লেখ করে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী আরও বলেন, ‘৩১ মে তারিখটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী ৩১ মে’র মধ্যে যদি দোসরমুক্ত সচিবালয় না করা হয়, তাহলে জুলাই ঐক্যের মাধ্যমে পুরো সচিবালয়ে কর্মসূচি দেওয়া হবে।’
‘আমরা বলতে চাই, কচুক্ষেত বুঝি না, নীলক্ষেত বুঝি না, লালক্ষেত বুঝি না। আমরা বুঝি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে আছেন, আমরা আপনাদের পক্ষে আছি। বাংলাদেশের পক্ষে নাই, আমরাও নাই।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিন। যে সময় আপনারা বেঁধে দিয়েছেন, সেই ৩০ দিন বলছি আমরা। ঘোষণাপত্র দিয়ে সসম্মান আমাদের সাথে থাকুন। অন্যথায়, পালাবার জায়গা পাবেন না।’
সূত্র: https://www.youtube.com/watch?v=h0ovjdTW8vY
রাকিব