
ছবি: প্রতীকী
আসন্ন ঈদুল আজহার আগে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকার নোট। তবে এবার বাংলাদেশ ব্যাংক গ্রহণ করছে এক যুগান্তকারী সিদ্ধান্ত—নতুন মুদ্রায় থাকছে না কোনও ব্যক্তির মুখাবয়ব। শেখ মুজিবুর রহমানসহ কোনও রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি থাকছে না এই নতুন নোটে।
বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্ত কর্মকর্তার সূত্রে জানা গেছ, নতুন নোটে কোনও ব্যক্তির ছবি থাকবে না—না শেখ মুজিবুর রহমানের, না অন্য কোনও বিশিষ্ট ব্যক্তির।
ওই কর্মকর্তা জানান, ২০২৪ সালের গণআন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছু প্রতীকী অবয়ব ব্যবহারের কথা ভাবা হয়েছে। তবে সেগুলোর কোনোটিই নির্দিষ্ট ব্যক্তির মুখ নয়—এগুলো তরুণদের সংগ্রামের প্রতীক হিসেবেই বিবেচিত হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছিল, জুলাই আন্দোলনের দুই তরুণ শহীদ আবু সাঈদ ও মুগ্ধের ছবি ৫ টাকার নতুন নোটে থাকবে। তবে এ ব্যাপারে ওই কর্মকর্তা জানান, এটি পুরোপুরি গুজব। তাদের কোনও প্রতিকৃতি নতুন নোটে ব্যবহৃত হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন মুদ্রার নকশায় স্থান পেয়েছে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও তরুণদের সংগ্রামের প্রতীক। এতে কোনও রাজনৈতিক বিভাজনের সুযোগ না রেখে সর্বজনীন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
প্রথম ধাপে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। এসব নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ঐতিহাসিক গ্রাফিতি ও তরুণদের সংগ্রামী প্রতীক।
৫ টাকার নোটে কিছু অবয়ব থাকলেও তা কোনও নির্দিষ্ট ব্যক্তি নয়। এটি তরুণদের সাহসিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ১০ টাকার নোটে থাকবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও যুব ঐক্যের চিত্র, ১০০ টাকায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হরিণ, ২০০ টাকায় ধর্মীয় বৈচিত্র্য এবং ৫০০ টাকায় ঐতিহাসিক আহসান মঞ্জিল।
গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে নতুন নোট ছাপার কাজ চলছে। সূত্র জানায়, ২০ টাকার নোটের ছাপা প্রায় শেষ। আগামী সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকে তা হস্তান্তর করা হবে। এরপর ধাপে ধাপে আসবে অন্য মূল্যমানের নোট।
ঈদুল আজহার আগেই সীমিত পরিসরে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এগুলো বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও অন্যান্য শাখায় সরবরাহ করা হবে। পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকেও বিতরণ শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন মুদ্রা কেবল লেনদেনের মাধ্যম নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রতীকের আধুনিক রূপ। এতে তরুণ প্রজন্মের সংগ্রাম, ঐতিহাসিক ধারাবাহিকতা এবং আগামীর সম্ভাবনার প্রতিফলন ঘটানো হয়েছে।
নতুন ডিজাইনের এই নোটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ছড়িয়ে দিতে চায় এক অন্তর্ভুক্তিমূলক বার্তা—যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক হয়ে ধরা দেবে প্রতিটি নোটের ভাঁজে।
রাকিব