
জুলাই যোদ্ধাদের ফেসবুক পেজ 'The Red July Productions' তাদের এক ঘোষণায় জানিয়েছে, তারা রাজপথে নামছে ‘জুলাই’কে বাঁচাতে। ২২ মে বৃহঃবার প্রকাশিত ফেসবুক পোস্টে তারা এ বার্তা দেয়, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।
পোস্টে বলা হয়,“প্রধান উপদেষ্টা থাকবেন। তবে আগামীকাল থেকে আমাদের টিম রাজপথে থাকবে জুলাইকে বাঁচাতে।”
আফরোজা