ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

যে ৬ শর্ত মানলে হার্ভার্ড ছাড়তে হবে না আন্তর্জাতিক শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২৩ মে ২০২৫

যে ৬ শর্ত মানলে হার্ভার্ড ছাড়তে হবে না আন্তর্জাতিক শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করার অনুমোদন বাতিল করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) গত বৃহস্পতিবার (২২ মে) পাঠানো এক চিঠিতে বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোএম এই সিদ্ধান্ত জানান। বিশ্ববিদ্যালয়টি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আর কোনো বিদেশি শিক্ষার্থীকে F-1 বা J-1 ভিসায় ভর্তি করাতে পারবে না।

এই সিদ্ধান্তের ফলে প্রায় ১০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। হার্ভার্ডের কাছে এখন মাত্র ৭২ ঘণ্টা সময় রয়েছে, যাতে তারা DHS-এর দেওয়া ৬টি কঠিন শর্ত পূরণ করে তাদের Student and Exchange Visitor Program (SEVP) সনদ পুনরুদ্ধার করতে পারে।

৬টি শর্ত যা মানতেই হবে:

. গত পাঁচ বছরে বিদেশি শিক্ষার্থীদের যেকোনোঅবৈধ কার্যকলাপেরনথি

. সহিংস বা বিপজ্জনক কার্যকলাপের প্রমাণ

. অন্যদের প্রতি হুমকির তথ্য

. কারও অধিকার হরণ সংক্রান্ত প্রমাণ

. ২০২০ সাল থেকে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত রেকর্ড

. বিদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ততায় বিক্ষোভের ভিডিও বা অডিও

এই শর্তগুলো পূরণে মিথ্যা তথ্য দিলে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে DHS ক্রিস্টি নোএম বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোকে এই সুবিধা উপভোগ করতে হলে তাদের আমাদের নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে হবে।"

হার্ভার্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, “আমরা আন্তর্জাতিক শিক্ষার্থী গবেষকদের সঙ্গে কাজ করে গর্বিত। তারা আমাদের ক্যাম্পাস দেশকে সমৃদ্ধ করে। আমরা আশা করি, এই সমস্যার দ্রুত সমাধান হবে।

এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন কয়েকদিনের মধ্যেই হার্ভার্ডের সমাবর্তন অনুষ্ঠান এবং মাসখানেক পরেই নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা।

মুমু

আরো পড়ুন  

×