ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

৭ হাজার বিদেশি শিক্ষার্থীকে অন্যত্র স্থানান্তর, বিদেশিদের জন্য বন্ধ হার্ভার্ডের দরজা

প্রকাশিত: ১৫:৪০, ২৩ মে ২০২৫; আপডেট: ১৫:৪১, ২৩ মে ২০২৫

৭ হাজার বিদেশি শিক্ষার্থীকে অন্যত্র স্থানান্তর, বিদেশিদের জন্য বন্ধ হার্ভার্ডের দরজা

ছবিঃ সংগৃহীত

তহবিল সংকোচনের পর যুক্তরাষ্ট্রের অন্যতম পুরাতন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হারভার্ড ইউনিভার্সিটির ওপর কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের সাম্প্রতিক এক ঘোষণায় বলা হয়েছে, হারভার্ড এখন থেকে নতুন করে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। পাশাপাশি, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত প্রায় ৬৮০০ বিদেশি শিক্ষার্থীকে অন্যত্র স্থানান্তর করতে হবে। তা না হলে, তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হারভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম-এর (SEVP) অনুমোদন বাতিল করে। বিভাগটির দাবি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম এবং নিয়োগ নীতির স্বচ্ছতা নিয়ে উদ্বেগ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এর আগে এ সংক্রান্ত নথিপত্র চাইলেও হারভার্ড কর্তৃপক্ষ আইনি ভিত্তিহীন দাবি করে তা সরবরাহে অস্বীকৃতি জানায়।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু হারভার্ডের একাডেমিক পরিবেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৭ শতাংশই আন্তর্জাতিক, যারা হারভার্ডের বৈচিত্র্যপূর্ণ পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

হারভার্ড কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে "প্রতিশোধমূলক ও অবৈধ" আখ্যা দিয়ে বলেছে, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা আইনি ও প্রশাসনিক সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা ও বৈচিত্র্যপূর্ণ শিক্ষানীতির ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হবে।

তথ্যসূত্রঃ https://youtu.be/xzTnzYbyLd0?si=nHrfDLHrJd-Zg5nX

মারিয়া

×