ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দিল্লিতে করোনায় নতুন সনাক্ত ২৩, হাসপাতালগুলোকে প্রস্তুতি রাখার নির্দেশ

প্রকাশিত: ২১:৩০, ২৩ মে ২০২৫

দিল্লিতে করোনায় নতুন সনাক্ত ২৩, হাসপাতালগুলোকে প্রস্তুতি রাখার নির্দেশ

ছবিঃ সংগৃহীত

গত কিছুদিনে ভারতের বিভিন্ন প্রান্তে হালকা মাত্রার কোভিড সংক্রমণ দেখা দেওয়ায় দিল্লি সরকার সতর্কতা নিয়েছে। শুক্রবার নতুন করে রাজধানীতে ২৩ জনের কোভিড পজিটিভ হওয়ার পর, সব হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে — যেন কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানান, সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে—তাঁরা দিল্লির বাসিন্দা, নাকি ভিন্ রাজ্য বা দেশের ভ্রমণকারী।

হাসপাতালগুলোকে নির্দেশনা
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, হাসপাতালগুলোতে যথেষ্ট শয্যা, অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ ও টিকা মজুত রাখতে হবে। একইসঙ্গে, ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটরসহ সব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি যেন সচল থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সংক্রমণ শনাক্ত হলেই সেই নমুনা লোক নায়ক হাসপাতালে পাঠিয়ে জিনোম সিকোয়েন্সিং করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে আগে থেকে জানা যায়।

দেশজুড়ে কী অবস্থা?
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২২ মে ভারতে নতুন করে ২৫৭ জনের কোভিড ধরা পড়েছে। মহারাষ্ট্রে ৫৬ জন, তামিলনাড়ুতে ৬৬ জন সংক্রমিত হয়েছেন। দিল্লি ছাড়াও গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, সিকিম, হরিয়ানা ও কর্নাটকেও সংক্রমণ ধরা পড়েছে।

কেরালায় মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি কেস কোট্টায়ামে (৮২টি), এরপর তিরুবনন্তপুরম (৭৩টি), এরনাকুলাম, পাতানমথিট্টা ও ত্রিশূরে।

সরকার বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী আরতি সিং রাও জানিয়েছেন, সেখানে নতুন ৪টি সংক্রমণ ধরা পড়েছে, তবে সবই হালকা ধরনের, আর আক্রান্তরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

১৯ মে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক বৈঠকে মিলিত হয়ে জানান—সার্বিকভাবে দেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা মাত্র ২৫৭ জন এবং তাঁদের প্রায় কেউই হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থায় নেই।

সবাইকে সচেতন থাকার আহ্বান
সরকারি পরামর্শ: যদি হালকা উপসর্গ দেখা দেয়—জ্বর, সর্দি, কাশি বা দুর্বলতা—তাহলে পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। বয়স্ক ব্যক্তি ও অসুস্থদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি।

তথ্যসূত্রঃ https://www.hindustantimes.com/india-news/delhi-govt-issues-advisory-on-covid-amid-rise-in-cases-asks-hospitals-to-keep-beds-oxygen-prepared-101748009446735.html

মারিয়া

আরো পড়ুন  

×