
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের ‘রয়েল গার্ডসম্যান’ বা রাজকীয় প্রহরীকে বিরক্ত করে হাসির খোরাক বানানোর চেষ্টা করেছিলেন এক ধনী ব্যক্তি। সঙ্গে ছিল তার কয়েকজন বন্ধুবান্ধব। কিন্তু ঘটনাটি শেষ পর্যন্ত যেভাবে মোড় নেয়, তা যেন হলিউডের অ্যাকশন সিনেমাকেও হার মানায়!
রাজকীয় প্রহরীর সামনে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা ছবি তুলছিলেন যথারীতি। প্রহরীর পেশাদারিত্বে কেউ হস্তক্ষেপ করছিল না। কিন্তু হঠাৎ করেই একদল মানুষ হৈ চৈ শুরু করে এবং পুরো ঘটনা দেখতে ভিড় জমে যায়।
চারজনের এক দল থেকে সামনে এগিয়ে এলেন ডোয়েন নামের এক ব্যক্তি। চোখে সানগ্লাস পরে, বুক ফুলিয়ে রাখার ভঙ্গিতে তিনি বুঝিয়ে দিচ্ছিলেন তিনি একজন ‘ভিআইপি’। আর তখন থেকেই শুরু হয় তার নাটকীয় কাণ্ড!
ডোয়েন এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয়—প্রহরীকে বিরক্ত করতে হবে। তিনি লাইন পার হয়ে প্রহরীর সামনে গিয়ে মুখভঙ্গি, অদ্ভুত অঙ্গভঙ্গি ও হাসানোর চেষ্টা শুরু করেন। বন্ধুরা চিৎকার করে উত্সাহ তাকে দেয়।
হঠাৎই নিরবতা ভেঙে গর্জে উঠেন রাজপ্রহরী—‘Watch out for the king’s guard!’ এতোক্ষণ স্থির থাকা প্রহরীর কণ্ঠ শুনে চমকে যান ডোয়েন। কিন্তু তিনি থামলেন না।
ডোয়েনের হঠাৎ আচরণ পাল্টে যায়। তিনি প্রহরীর মুখে এমন কিছু শুনতে পান, যা তার মুখ ফ্যাকাশে করে দেয়। বন্ধুরা হাসতে থাকে, কিন্তু ডোয়েন কাঁপা হাতে ফোন বের করে কাউকে কল করেন।
তৎক্ষণাৎ ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে আসে দুজন স্যুট পরা নিরাপত্তারক্ষী—তারা মাটিতে ফেলে দেয় এক অজানা ব্যক্তিকে। ডোয়েন ঘুরে দাঁড়িয়ে বলেন, ‘এরা আমার গার্ড। প্রহরী আমাকে সাবধান করেছিল।’
যখন সবাই ভাবছিল পরিস্থিতি শান্ত, তখনই নাটকীয় পাল্টা আক্রমণ করেন রাজপ্রহরী! তিনি ছুটে এসে ডোয়েনকে ফেলে দেন মাটিতে। ভীষণ রাগে চিৎকার করেন ডোয়েন, ‘তুমি আমার সাথে এটা কী করছো?’
ঠিক তখনই শোনা যায় গুলির শব্দ! দেখা যায় মাটিতে পড়ে থাকা অপরিচিত ব্যক্তির হাতে বন্দুক ছিল, যা সে গার্ডদের হাত ফসকে বের করার চেষ্টা করছিল। রাজপ্রহরী ডোয়েনকে ফেলে দিয়ে মূলত তার জীবন বাঁচান!
সব কিছু বুঝতে পেরে ডোয়েন তখন স্তব্ধ। প্রহরীর প্রতি কৃতজ্ঞতা জানাতে আগ্রহী হলেও, গোটা ঘটনায় তিনি হয়ে ওঠেন লজ্জায় মুখ লুকানো এক চরিত্র।
Source: https://shorturl.at/MEF30
রাকিব