ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজার ৭০ শতাংশ জল ও স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ

প্রকাশিত: ০৩:৪৮, ২৪ মে ২০২৫

গাজার ৭০ শতাংশ জল ও স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ

ছবি আলজাজিরা

ইউনিসেফের উপ-পরিচালক টেড চাইবান জানিয়েছেন, ইসরায়েলের যুদ্ধে গাজার ৭০ শতাংশের বেশি জল এবং স্যানিটেশন অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে তিনি বলেন, বারবার অবরোধের কারণে গাজায় জ্বালানি ও জল সরবরাহের জরুরি যন্ত্রাংশ প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, “বর্তমানে দক্ষিণ গাজার জলশোধন কারখানা ব্যাকআপ জেনারেটরে সীমিত ক্ষমতায় কাজ করছে।”

আমরা তীব্রভাবে দাবি করছি, দ্রুত এই জলশোধন কারখানার বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে, যাতে গাজার দক্ষিণের অন্তঃস্থাপনকৃত প্রায় ৬ লক্ষ মানুষ নিরাপদ পানি পেতে পারে।

 এসএফ

×