ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজেকে ‘রাজা’ ঘোষণা করলেই বেশি মানাতো: পাকিস্তান সেনাপ্রধানকে কটাক্ষ করে ইমরান খান

প্রকাশিত: ০৮:০১, ২৪ মে ২০২৫; আপডেট: ০৮:০১, ২৪ মে ২০২৫

নিজেকে ‘রাজা’ ঘোষণা করলেই বেশি মানাতো: পাকিস্তান সেনাপ্রধানকে কটাক্ষ করে ইমরান খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, “মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনীর এখন ফিল্ড মার্শাল। তবে আমার মতে, তিনি নিজেকে ‘রাজা’ ঘোষণা করলেই বেশি মানাতো, কারণ এই মুহূর্তে পাকিস্তানে চলছে জঙ্গলের আইন—আর জঙ্গলে তো কেবল একজনই রাজা থাকে।”

মঙ্গলবার (২০ মে) ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভূমিকা রাখার জন্য জেনারেল আসিম মুনীরকে দেশের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হয়।

বৃহস্পতিবার এক্স (আগে টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইমরান খান এসব মন্তব্য করেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি থাকা এই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আরও বলেন, ‘আমার সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয়নি, না কোনো আলোচনা চলছে। এসব গুজব ভিত্তিহীন ও মিথ্যা। তবে আমি এখনো সেনা কর্তৃপক্ষকে সংলাপে বসার আহ্বান জানাই, যদি সত্যিই তারা দেশের ভবিষ্যৎ ও স্বার্থ নিয়ে উদ্বিগ্ন হয়।’

তিনি আরও বলেন, ‘দেশ আজ বহিমুখী হুমকি, সন্ত্রাসবাদের উত্থান এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনো চাই না।’

শেহবাজ সরকারকে হুঁশিয়ারি

ভারতের সম্ভাব্য নতুন হামলা নিয়ে শেহবাজ শরীফ সরকারকে সতর্ক করে ইমরান বলেন, ‘পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের নিরাপত্তা নিয়ে কোনো অবহেলা চলবে না।’

তিনি বলেন, পাকিস্তানে এখন এমন এক অবস্থা তৈরি হয়েছে, যেখানে আইন চলে শুধু দুর্বলদের ওপর, ক্ষমতাবানদের ওপর নয়। ‘বড় চোর যত বড়, তার পদও তত উচ্চ—এই বার্তা দিলে বিচার বিভাগকে কবর দেওয়া হয়।’

তিনি উদাহরণ দেন, ‘প্রেসিডেন্ট আসিফ জারদারির বোনের বিরুদ্ধে পাঁচটি অ্যাপার্টমেন্ট নিয়ে দুর্নীতির মামলা এনএবিতে আছে, অথচ তিনি দেশের বাইরে। কেউ তাকে প্রশ্ন করতেও সাহস পায় না। শেহবাজ শরীফের বিরুদ্ধে ২২ বিলিয়ন রুপির মানি লন্ডারিং মামলার অভিযোগ ছিল, তবুও তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে।’

তোশাখানা মামলা নিয়ে অভিযোগ

ইমরান খান অভিযোগ করেন, ‘তোশাখানা-২ মামলাটি একটি প্রহসন। আদালতের কার্যক্রম চলছে একটি কর্নেলের ইচ্ছায়। আমার বোন, আইনজীবীরা আমাকে দেখতে পাচ্ছে না, সন্তানদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ, বই পাঠানো হচ্ছে না, চিকিৎসকের সেবা পাচ্ছি না—সবই আদালতের আদেশ লঙ্ঘন।’

ড্রোন হামলায় বেসামরিক হত্যাকাণ্ড

তিনি জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ড্রোন হামলার খবর পেয়েছেন। তিনি স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানাতে এবং এসব বন্ধে পদক্ষেপ নিতে।

‘নিরীহ মানুষের ওপর বোমা ফেললে সন্ত্রাসবাদ কমে না, বরং আরও বাড়ে। আমরা বহু বছরের আন্দোলনের পর পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ করেছিলাম। যারা সন্ত্রাসবাদবিরোধী দাবি করেন, তারা যেন নিজেদের মানুষের ঘরবাড়িতে বোমা না ফেলেন’, বলেন ইমরান খান।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×