ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইংল্যান্ডে নারীকে ধর্ষণের দায়ে দম্পতির কারাদণ্ড, আদালতে নৃশংসতার বিবরণ

প্রকাশিত: ০৯:৫৮, ২৪ মে ২০২৫; আপডেট: ১০:০২, ২৪ মে ২০২৫

ইংল্যান্ডে নারীকে ধর্ষণের দায়ে দম্পতির কারাদণ্ড, আদালতে নৃশংসতার বিবরণ

ছবি: সংগৃহীত (বিবিসি)

ইংল্যান্ডের হাল শহরে এক নারীর ওপর যৌন সহিংসতা চালানোর অভিযোগে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের শিকার ওই নারীকে ঘরে আটকে রেখে যৌন নির্যাতন চালান অ্যান্থনি প্রেস্টন (২২) এবং নিকোল রিক্যাটসন (২৭)।

হামবারসাইড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে তারা এই ঘটনা ঘটিয়েছিলেন। হাল ক্রাউন কোর্টে গত ফেব্রুয়ারিতে ১০ দিনব্যাপী বিচারে উভয়কেই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

অ্যান্থনি প্রেস্টনের বিরুদ্ধে ন্যায়বিচার বিঘ্নিত করার (Perverting the course of justice) একটি অতিরিক্ত অভিযোগও প্রমাণিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) কোর্টে মামলার রায় ঘোষণায় অ্যান্থনি প্রেস্টনকে ৭ বছর ৬ মাসের কারাদণ্ড নিকোল রিক্যাটসনকে ৬ বছরের কারাদণ্ড দেন বিচারক।

প্রমাণ গোপনের চেষ্টা, পুলিশের দক্ষতা প্রশংসিত

ঘটনার পরপরই প্রেস্টন ঘটনার আলামত লুকাতে চেষ্টা করেন। তিনি একটি বেডরুম থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে ফেলেন। তবে পুলিশ তদন্তে তা উদ্ধার করতে সক্ষম হয়।

হামবারসাইড পুলিশের ডিটেকটিভ কনস্টেবল থমাস বারকেনহেড বলেন, ‘তারা দোষ স্বীকার না করে বরং ভুক্তভোগীকে আবার সেই বিভীষিকাময় ঘটনা স্মরণ করতে বাধ্য করেছে আদালতে। তা অত্যন্ত হৃদয়বিদারক।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর সাহস এবং মানসিক শক্তি অনুকরণীয়। এই রায় তার ট্রমা দূর করতে না পারলেও, ন্যায়বিচার নিশ্চিতের একটি পদক্ষেপ।’

 

সূত্র: বিবিসি।

রাকিব

×