
যদি আপনি স্বপ্ন দেখেন ৩০ বছর বয়সের মধ্যেই অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের, তবে ওয়ারেন বাফেটের জীবনের গল্প আপনার জন্য হতে পারে পথনির্দেশক। একজন দরজায় দরজায় কোক বিক্রেতা থেকে বিশ্বের অন্যতম ধনকুবের হয়ে ওঠা এই মানুষটি জানেন ধনী হওয়ার পথ শুধু কঠোর পরিশ্রমে নয়, বরং সঠিক সঙ্গ এবং নিজেকে দক্ষ করে তোলার মধ্যেই লুকিয়ে।
৩২-এ প্রথম ১ মিলিয়ন: শুরুটা ছিল কোকা-কোলার বোতল হাতে
বিখ্যাত এই বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট যখন মাত্র ৩২, তখনই তার হাতে চলে আসে জীবনের প্রথম এক মিলিয়ন ডলার। এই অর্জনের পেছনে ছিল তার নিজস্ব উদ্ভাবনী উদ্যোগ,যেখানে তিনি কোকা-কোলার বোতল বিক্রি করতেন বাড়ি বাড়ি গিয়ে। সেই সময় প্রতিদিন পাঁচ ক্যান কোক খাওয়ার পেছনেও লুকিয়ে ছিল একটি দৃষ্টিভঙ্গি পছন্দের পণ্যের ভেতরে ব্যবসায়িক সম্ভাবনা খোঁজা।
শুধু পরিশ্রম নয়, সাফল্যের চাবিকাঠি ‘সঠিক মানুষদের সঙ্গে থাকা’
বাফেট মনে করেন, আপনি কাদের সঙ্গে থাকছেন, সেটিও আপনার ভবিষ্যৎ নির্ধারণে সমান গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “আপনার শক্তি খুঁজে বের করুন এবং ভুল করার ভয় না পেয়ে কাজ করুন। কিন্তু সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ, নিজের চারপাশে সঠিক মানুষ রাখুন।”
সঙ্গী বেছে নেওয়ার ব্যর্থতা হতে পারে সর্বনাশের কারণ
বাফেটের জীবনে দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন চার্লি মাঙ্গার। তারা একসঙ্গে ৪০ বছর পার করেছেন, গড়েছেন বহু বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য। বাফেট বলতেন, “চার্লির সঙ্গে প্রতিবার সময় কাটালে আমি কিছু এমন ধারণা পাই, যা আমাকে পুরনো চিন্তা নতুনভাবে ভাবতে শেখায়।” এই বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে, তিনি মাঙ্গারকে বলতেন “বড় ভাই এবং ভালোবাসার পিতার মিশ্রণ”।
বিপরীত দৃষ্টান্ত হিসেবে উঠে আসে সাম্প্রতিক সময়ের বিতর্কিত চরিত্র স্যাম ব্যাংকম্যান-ফ্রিড। একসময় তিনি ছিলেন ক্রিপ্টোকারেন্সি জগতের উদীয়মান তারকা, কিন্তু ভুল সিদ্ধান্ত এবং ভুল সঙ্গীর কারণে তার পুরো সাম্রাজ্য ভেঙে পড়ে।
সবচেয়ে বড় বিনিয়োগ: নিজের ওপর
বাফেট সবসময় একটি পরামর্শ দিয়ে থাকেন, যা আজও সময়োপযোগী—“নিজের মধ্যে বিনিয়োগ করুন।” তিনি নিজেই স্বীকার করেন, “সত্যিকারের মিলিয়নিয়ার হওয়ার সহজ উপায় হলো ধনী পরিবারে জন্মানো।” তবে যে কেউ যদি নিজের দক্ষতা ও সিদ্ধান্তে আস্থা রাখে, তাহলে সাফল্যের দরজা খুলে যেতেই পারে।
বিল গেটসের কোডিং, জেফ বেজোসের বার্গার বানানো, কিংবা ইউটিউবার মিস্টার বিইস্টের ভিডিও আপলোড এ সবই একেকটি গল্প যেখানে শুরুটা ছিল ছোট, কিন্তু চেষ্টা ছিল বড়।
ধনী হওয়ার স্বপ্ন যদি আপনার থাকে, তবে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, সাহসিকতা ও চিন্তাশীল সঙ্গ। ওয়ারেন বাফেটের জীবন থেকে নেওয়া শিক্ষা হতে পারে আপনার সফল অভিযানের প্রথম ধাপ।
তথ্যসূত্র:https://tinyurl.com/5337k8w2
আফরোজা