
ছবি: সংগৃহীত
শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক করোনা মহামারির সময়কালীন অবস্থায় বা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে।
শনিবারের (২৪ মে) পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ১৯ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। যে সময় করোনা মহামারি চলছিল। তবে ৫ বছর পরে এসে শেয়ারবাজারে আরেক দফায় মহামারি আকার ধারণ করেছে।
এর আগে সর্বশেষ ২০২০ সালের ১৮ আগস্ট সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৪৭২০ পয়েন্টে।
শনিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৪৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৬ পয়েন্ট।
এদিন ডিএসইতে ২৭৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৫৩ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকার বা ১০ শতাংশ।
শনিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪ টি বা ১৮.৬৪ শতাংশের। আর দর কমেছে ২৭১ টি বা ৬৮.২৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.১০ শতাংশের।
অপরদিকে সিএসইতে শনিবার ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৭৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল।
এএইচএ