
চাল চিনি সবজি মুরগির দাম কমলেও বেড়েছে ডিম পেঁয়াজের দাম
নিত্যপণ্যের বাজারে চাল চিনি সবজি মুরগির দাম কমলেও বেড়েছে ডিম পেঁয়াজের দাম। আটা, ভোজ্যতেল, ডাল ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে খুচরা বাজারে। কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার ও মালিবাগ রেলগেট কাঁচাবাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্যমতে, সরু ও মাঝারি মানের চালের দাম কমেছে।
সরু মিনিকেট ও নাজিরশাইল চাল মানভেদে প্রতিকেজি ৭২-৮০ এবং মাঝারি মানের পাইজাম ও লতা চাল ৫৬-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দাম কমে প্রতিকেজি চিনি ১১০-১২০, প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। তবে দাম বেড়ে প্রডিডজন ফার্মের মুরগির ডিম ১৪০-১৪৫ এবং প্রতিকেজি পেঁয়াজ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া খুচরা বাজারে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, ঢেঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল আছে এই তালিকায়। এছাড়া বরবটি, কচুর লতি, উস্তা, বেগুন, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। বিক্রেতারা বলছেন, আগের তুলনায় সবজির দাম কমে গেছে। তবে মাছের বাজারে চড়াভাব দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে চাষের মাছের সরবরাহ কিছুটা কম। বাজারে প্রতিকেজি চাষের চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং নদীর চিংড়ি ১০০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। স্বাভাবিক সময়ে দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম থাকে। এ ছাড়া কই, শিং, শোল, ট্যাংরা ও পুঁটির দাম বাড়তি। চাষের রুই, তেলাপিয়া ও পাঙ্গাশও আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। প্রতিকেজি চাষের রুই, কাতলা ৩২০-৩৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা ও পাঙ্গাশ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।