
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে এসেছি। উল্লেখ্য, আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি রয়েছে বাংলাদেশের। জুনের আগেই চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার কথা। তবে এই ঋণ ও কিস্তির বিষয়ে আগেই থেকে বেশকিছু শর্ত পরিপালন করা হচ্ছে।
শুক্রবার ঢাকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্য সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা অনেকেই আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ধারণা দেয় না। ভাবমূর্তি ক্ষুণœ হয়। অর্থমন্ত্রণালয় ছাড়াও অর্থ উপদেষ্টা নানা ধরনের চাপের মধ্যে রয়েছেন দাবি করে তিনি বলেন, বাজেট নিয়ে নানা ধরনের প্রস্তাব আসছে। তাতে নানা ধরনের কর ছাড় করার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কেউ বলেন এসব খাতে কর ছাড় করুন, আবার কেউ বলেন এসব খাতে কর বাড়িয়ে দিন। ইকোনমিকস অলিম্পিয়াডের মাধ্যেম জ্ঞান চর্চা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জ্ঞানকে চলমান প্রক্রিয়া হিসেবে তুলে ধরে তার সমাজের কাজে লাগানোর আহ্বান তিনি।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, আসলে লেখাপড়া শুরু হয় ডিগ্রির পর থেকে। ক্লাসে সব কিছু জানা সম্ভব হয় না। জীবন থেকে শিক্ষা নেওয়া হয় সবচেয়ে বেশি। অন্যকে ল্যাঙ মেরে বেশিদূর যাওয়া যায় না। সমাজ থেকে একে অপরের জন্য সহমর্মিতা উঠে গেছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী। অনুষ্ঠানে হাসেন জিল্লুর রহমান বলেন, ‘অর্থনীতি হলো প্রয়োগিক বিজ্ঞান। তাই স্কুল-কলেজ পর্যায় থেকে অর্থনীতিকে জনপ্রিয় করতে আমরা চেষ্টা করছি। ফাহমিদা খাতুন বলেন, প্রতি দশকে আমাদের ১ শতাংশ করে প্রবৃদ্ধি বেড়েছে। এই প্রবৃদ্ধির সুফল সবাই পায়নি। ফলে বৈষম্য আরও বেড়েছে।