
ছবি: সংগৃহীত
IPO বাজারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত: প্রথম দিনেই ঝড় তুলেছে Hinge Health ও MNTN
দীর্ঘ সময় পর মার্কিন শেয়ারবাজারে নতুন করে প্রাণ ফিরছে প্রাথমিক শেয়ার ছাড়ার (IPO) মাধ্যমে। গত বৃহস্পতিবার Hinge Health Inc. এবং MNTN Inc.-এর সফল শেয়ারবাজার অভিষেক বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
প্রথম দিনেই প্রযুক্তিনির্ভর মার্কেটিং কোম্পানি MNTN Inc. এর শেয়ারমূল্য বেড়েছে ৬৫ শতাংশ, আর স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রতিষ্ঠান Hinge Health Inc. এর শেয়ারের দাম বেড়েছে ১৭ শতাংশের বেশি। উভয় কোম্পানিই তাদের নির্ধারিত মূল্যের উপরের সীমায় শেয়ার মূল্য নির্ধারণ করে বাজারে প্রবেশ করে।
এর আগে গত সপ্তাহে ক্রিপ্টো ও স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম eToro Group Ltd. সফলভাবে শেয়ারবাজারে আত্মপ্রকাশ করে, যা ছিল ফিনটেক খাতে গত চার বছরে প্রথম বড়সড় IPO।
বিশ্লেষকদের মতে, একের পর এক সফল তালিকাভুক্তি ইঙ্গিত দিচ্ছে যে, অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও IPO বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। উল্লেখযোগ্যভাবে, গত এক মাসে S&P 500 সূচক ১০ শতাংশের বেশি বেড়েছে, যা সামগ্রিকভাবে বাজারে ইতিবাচক মনোভাবের প্রতিফলন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, এখনো এই ট্রেন্ড খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এটি থমকে যেতে পারে—যেমনটি এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির ঘোষণার পর দেখা গিয়েছিল।
Hinge Health Inc. এই IPO-র মাধ্যমে ৪৩৭ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটি পেশী ও অস্থিসন্ধির ব্যথা উপশমে প্রযুক্তি ও চিকিৎসাসেবা দিয়ে থাকে। তাদের গ্রাহকের তালিকায় রয়েছে Morgan Stanley, Target, General Motors-এর মতো ২,২৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং সদস্য সংখ্যা প্রায় ৫.৩ লাখ।
অন্যদিকে, MNTN Inc. শেয়ারবাজারে আত্মপ্রকাশ করে ১৮৭ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। তারা অ্যামাজন প্রাইম ভিডিওর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছোট ও মাঝারি ব্যবসার জন্য টিভি বিজ্ঞাপন প্রচারের সফটওয়্যার ও পরিষেবা দিয়ে থাকে। CEO মার্ক ডগলাস জানিয়েছেন, তাদের ৯৬% গ্রাহক এর আগে কখনো টিভি বিজ্ঞাপন দেননি।
এই দুটি কোম্পানির IPO-তে BlackRock, Fidelity, Qualcomm, Coatue-এর মতো প্রভাবশালী বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাজারে আস্থা ফেরাতে বড় ভূমিকা রেখেছে।
এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কাজ করা CoreWeave-এর শেয়ার মার্চে ৩০ ডলারে বাজারে আসার পর এখন প্রায় ১৫০ শতাংশ বেড়ে ১০০ ডলারের ঘরে অবস্থান করছে, যদিও সাম্প্রতিক সময়ে এটি কিছুটা নিম্নমুখী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সফল তালিকাভুক্তিগুলোর ফলে IPO বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই গতি বজায় থাকে কি না।
সূত্র: https://www.marketwatch.com/story/two-software-companies-are-going-public-the-ipo-market-is-getting-up-off-the-mat-6776bc55?link=sfmw_fb&fbclid=IwY2xjawKcxV1leHRuA2FlbQIxMQBicmlkETFxZUN6TDJ4RmxMUk9JVmJ6AR6hX07kkDNu-SG29BdLOXOk668fuOrbBFRQHwZ-tHZW3C0sKy89ZUdTZ5eNsQ_aem_3AupIBfCI_PkZoL7A2wAyQ
এএইচএ