ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বাজেট কমার নজিরবিহীন সিদ্ধান্ত, উন্নয়ন বরাদ্দেও বড় কাটছাঁট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৩ মে ২০২৫; আপডেট: ১০:৩১, ২৩ মে ২০২৫

বাজেট কমার নজিরবিহীন সিদ্ধান্ত, উন্নয়ন বরাদ্দেও বড় কাটছাঁট

ছবিঃ সংগৃহীত

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো কমতে যাচ্ছে জাতীয় বাজেটের আকার। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে প্রস্তাবিত বাজেট দাঁড়াতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকায়। এতে উন্নয়ন খাতেও পড়েছে বড় ধাক্কা—৩৫ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার কোটি টাকা।

স্বাধীনতা-পরবর্তী প্রতিটি বছরেই বাজেটের আকার বাড়লেও, এইবার ভিন্ন পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকার চলতি অর্থবছরে বাজেটের আকার বাড়িয়ে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা করলেও বর্তমান সরকার তা কমানোর দিকেই যাচ্ছে।

অতিরিক্ত মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: https://www.youtube.com/watch?v=YaI9L_u2NeU

মুমু

×