
ছবি: সংগৃহীত
দর্শক পরিপূর্ণ মিলনায়তনে 'তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া' সংস্থা আয়োজিত গেলো শনিবার, ১০ই মে ২০২৫, অনুষ্ঠিত হয় 'নজরুল এনডাওমেন্ট লেকচারশিপ প্রোগ্রাম'-এর ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলামের "লেগাসি অ্যান্ড দ্য সোলস অব বেঙ্গল মিউজিক" সাংস্কৃতিক অনুষ্ঠান।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য এ অনুষ্ঠান ছিল মূলত চমক দেওয়া একটি পরিপাটি, চমৎকার ও নান্দনিক ভিন্নধর্মী উপভোগ্য সাংস্কৃতিক আয়োজন। 'তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া'র আয়োজনে বারব্যাঙ্ক সায়েন্টোলজির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই 'তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া' জাতীয় কবি নজরুল ইসলামের ওপর ব্যাপক পরিসরে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ‘তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া’র প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সিপার চৌধুরীর সামগ্রিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এক অসাধারণ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের উপহার দেন তিনি।
গতানুগতিক অনুষ্ঠান পরিবেশনের ধারাকে ভেঙে তিনি এই অনুষ্ঠানে বেশ কিছু নতুনত্ব তুলে ধরার দুঃসাহসিক পদক্ষেপ নেন। যার মধ্যে ছিল—অনুষ্ঠানের প্রারম্ভেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাতের খাবার পরিবেশন, যথাসময়ে অনুষ্ঠান শুরু করা, নতুন প্রজন্মের একজন কিশোরী বালিকার বাঁশি বাজিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং অপরিচিত শিল্পীদের দিয়ে চমকে দেওয়া অসাধারণ প্রাণবন্ত পরিবেশনা, যা সত্যিই প্রশংসনীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের নির্বাচনে তিনি যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন। বাগানের সেরা ফুলগুলো সংগ্রহ করে তিনি এ অনুষ্ঠানে দর্শকদের একটি উপভোগ্য সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেওয়ার চেষ্টা করেছেন। অত্যন্ত সাদামাটা আয়োজনও অসাধারণ একটি উপভোগ্য অনুষ্ঠানে পরিণত হতে পারে—তারই দৃষ্টান্ত উপস্থাপন করতে সক্ষম হয়েছেন সংগঠনের সভাপতি সিপার চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাতে গোনা কয়েকজন পরিচিত শিল্পী ছাড়া অনেকেই ছিলেন অপরিচিত। কিন্তু তাঁদের গান ও পরিবেশনার মান ছিল অত্যন্ত উন্নতমানের এবং মুগ্ধ হয়েছেন উপস্থিত সকল দর্শক।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি দুই পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর ভিত্তি করে একটি সঙ্গীত-আলেখ্য অনুষ্ঠান। এতে পরিবেশন করা হয় কবি নজরুলের কবিতা ও গান। নজরুল সংগীত পরিবেশন করেন ড. মাহবুবা হক ও মল্লিকা হক। নজরুলের চমৎকার কবিতা আবৃত্তি করেন আহমেদ বসির। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান। প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রহমান, শিম্মী ইসরায়েল, তানিসা আলী, তাহানা আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম্বিয়া রহমান, জাইদ হক এবং সহযোগিতায় আনমিতা চৌধুরী ও আলভিনা চৌধুরী। আর সম্পূর্ণ অনুষ্ঠানটি ইংরেজিতে উপস্থাপন করা হয়।
আসিফ