ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

চীনে ছাদ ধসে ভেঙে পড়ল ৬০০ বছরের পুরোনো দালান

প্রকাশিত: ১৮:০৯, ২৩ মে ২০২৫

চীনে ছাদ ধসে ভেঙে পড়ল ৬০০ বছরের পুরোনো দালান

ছবিঃ সংগৃহীত

চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ' বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। রাজধানী বেইজিং থেকে ২শ' মাইল দূরে ফেংইয়াং কাউন্টিতে অবস্থান ঐতিহাসিক স্থাপনাটির। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে ভবন ধসের চিত্র। 

সোমবার (১৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হয় এ ঘটনা।  মুহুর্মুহু ধসে পড়ে ছাদের পূর্বে পাশের টালিগুলো। কাছাকাছি হলেও নিরাপদ দূরত্বে ছিলেন পর্যটকরা। তাই হতাহতের খবর মেলেনি। 

চীনে পর্যটকদের কাছে বহুল জনপ্রিয় ঐতিহাসিক ভবনটি। ১৩৭৫ সালে মিং রাজত্বকালে তৈরি হয়েছিল এটি। ১৯৯৫ সালে ব্যাপক সংস্কার করা হয়। সম্প্রতি আবারও শুরু হয় সংস্কার কাজ। সে কারণেই বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ভবনটি।

ইমরান

×