
ছবি: সংগৃহীত
গাজা এখন ইসরায়েলি যুদ্ধের “সবচেয়ে নিষ্ঠুর পর্ব” পার করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েল যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে, তা "এক চামচের সমান", এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে।
এমন পরিস্থিতির মধ্যে, গাজার উত্তরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে গাজায় ২৯ জন শিশু ও বৃদ্ধ অনাহারে মারা গেছেন, যাদেরকে “অনাহারজনিত মৃত্যু” হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ খাদ্যসংকটে প্রাণ হারানোর ঝুঁকিতে আছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছেন। তবে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার মানুষের এখনও কোনো সন্ধান মেলেনি এবং তাদের ‘নিখোঁজ’ নয়, মৃত হিসেবেই গণ্য করা হচ্ছে।
এসএফ