ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যা ও জাতিগত নির্মূলের ইঙ্গিত দেয়: ইউরোপীয় পর্যবেক্ষক

প্রকাশিত: ০২:২৯, ২৪ মে ২০২৫; আপডেট: ০২:৩২, ২৪ মে ২০২৫

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যা ও জাতিগত নির্মূলের ইঙ্গিত দেয়: ইউরোপীয় পর্যবেক্ষক

ছবি: সংগৃহীত

ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্টারি অ্যাসেম্বলির প্রতিনিধি এবং ডাচ সিনেটর সাসকিয়া ক্লুইট গাজায় চলমান মানবিক সংকটকে "মানবসৃষ্ট গণহত্যা" বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “এই পরিকল্পিত সহিংসতার প্রথম শিকার শিশুরা। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের অভাবে তাদের বেঁচে থাকার মৌলিক অধিকারটিই অস্বীকৃত হচ্ছে।

ক্লুইট আরও বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, মানবিক সহায়তা বিনা বাধায় এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা বাধ্যতামূলক। কিন্তু ইসরায়েল সরকার সেই আইন মানছে না।

তিনি অভিযোগ করেন, গাজার সাধারণ মানুষকে ক্রমেই ছোট ও সংকীর্ণ এলাকায় ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তথাকথিত ‘নিরাপদ এলাকা’গুলোও বাস্তবে নিরাপদ নয়।

সবশেষে ক্লুইট বলেন, ইসরায়েলি সরকারের একাধিক সদস্যের বক্তব্য ও গাজাবাসীদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এসব পদক্ষেপ জাতিগত নির্মূল ও গণহত্যার দিকেই ইঙ্গিত করে।

এই বক্তব্যটি ইউরোপীয় রাজনৈতিক মহলে এবং আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের আওতায় তার বৈধতা নিয়ে।

 এসএফ

×