ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাইয়ে নতুন ভূমি মালিকানা সনদ পেতে আপনাকে কী করতে হবে?

প্রকাশিত: ১৪:৫২, ২৩ মে ২০২৫

জুলাইয়ে নতুন ভূমি মালিকানা সনদ পেতে আপনাকে কী করতে হবে?

ছবিঃ সংগৃহীত

ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী জুলাই মাসের মধ্যেই ভূমির মালিকানা প্রমাণে প্রচলিত দলিল, খতিয়ান ও পর্চার পরিবর্তে চালু হতে যাচ্ছে নতুন "ভূমি মালিকানা সনদ" বা সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ।

ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই স্মার্ট ভূমি কার্ডে থাকবে ইউনিক নম্বর এবং QR কোড, যা সার্ভারের সাথে সংযুক্ত থাকবে। মালিকানা নির্ধারণের একমাত্র চূড়ান্ত দলিল হিসেবে এই কার্ডই ব্যবহৃত হবে। এর ফলে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধসহ জমি সংক্রান্ত সকল সরকারি কার্যক্রম এক কার্ডেই সম্পন্ন করা যাবে।

কীভাবে পাবেন এই ভূমি মালিকানা সনদ?
ভূমির মালিকদের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে আবেদন করতে হবে। এরপর জমি-সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র ও হালনাগাদ খাজনা পরিশোধ করে এই কার্ড সংগ্রহ করা যাবে।

জরুরি নির্দেশনা:

  • টানা তিন বছর খাজনা পরিশোধ না করলে কার্ড বাতিল হয়ে জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হতে পারে।
  • জমির মালিকানা প্রমাণ, মিউটেশন, খাজনা পরিশোধসহ সকল কার্যক্রম এই স্মার্ট কার্ডের মাধ্যমে করা যাবে।

সরকার আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের জমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মারিয়া

×