
ছবি: সংগৃহীত
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব থেকে গাজা অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ। তিনি বলেন, ইসরায়েল কেবলমাত্র ধীরে ধীরে সাহায্য পাঠিয়ে দায়িত্ব শেষ করতে পারে না—তাদের পুরোপুরি অবরোধ তুলে নিতে হবে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষ প্রতিবেদক হিসেবে আলবানিজ বলেন, ইসরায়েল এখন প্রতিদিন ১০৭টি মানবিক সহায়তার ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে, অথচ মার্চে ভেঙে পড়া ৬ সপ্তাহের অস্ত্রবিরতির সময় প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০টি ট্রাক প্রবেশ করত।
তবে তিনি জানান, এমনকি পুরনো সেই মাত্রার সাহায্য ফিরলেও তা যথেষ্ট হবে না। কারণ জাতিসংঘ সংস্থাগুলোর সতর্কবার্তা অনুযায়ী, দুই মাসের অবরোধ গাজার ২০ লাখের বেশি মানুষকে অনাহারের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
এখন যদি আমরা প্রতিদিন ৫০০ ট্রাক ফেরাতেও পারি, তাহলেও তা যথেষ্ট হবে না। কারণ গাজায় এখন আর কিছুই অবশিষ্ট নেই—মানুষের হাতে কোনো সংরক্ষিত খাদ্য নেই,” বলেন আলবানিজ, এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েলকে গাজা ছেড়ে চলে যেতে হবে।
এসএফ