
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গোপন অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ মে) ভোরে সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আসলাম মিয়ার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আব্দুস শফিউল আলম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মুক্তারপুর এলাকার মো. পারভেজ ফরাজীর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন অবস্থায় মো. সাহাবুদ্দিন পেদা (২৮), পিতা–নাসির পেদা, মাতা–রানি বেগম, সাং–চাউলো বাজার, পোস্ট–সোনাখালী কলেজ, থানা–আমতলী, জেলা বরগুনা—কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি ও নিজ স্বীকারোক্তির ভিত্তিতে একটি পিকআপ ভ্যান (মাহিন্দ্রা, নীল রঙের) থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা সাতটি পোটলায় মোড়ানো ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
পিকআপ ভ্যানটির
রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১৯-৯৮৫৭,
চেসিস নম্বর: MA1ZW2TBKR6L27744,
ইঞ্জিন নম্বর: TBR4L17174।
জব্দতালিকা মূলে গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃত সাহাবুদ্দিন পেদার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মিমিয়া