
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মারাইংতং জাদী মহা বৌদ্ধ বিহারে হামলা ও বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, উপাসনালয়ের পবিত্রতা নষ্ট এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি দায়ের করেন স্থানীয় হেডম্যান অং হ্লা চিং।
শনিবার (২৪ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
থানা সূত্রে জানা যায়, আলীকদম থানায় রুজু হওয়া মামলাটি নথিভুক্ত হয়েছে মামলা নম্বর-০৪ হিসেবে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২১ মে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে মারাইংতং জাদী মহা বৌদ্ধ বিহারে হামলার ঘটনাটি ঘটে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—
চংপাত ম্রো (হেডম্যান, ২৮৫নং সাঙ্গু মৌজা),উথোয়াই মার্মা জয়,
মিয়ং ম্রো,রেংচং ম্রো,লুকুত ম্রো,ঞাবুট ম্রো,তাতুই ম্রো,সাকতাই ম্রো,ওয়েডিং ম্রো,সাকনাই ম্রো,মাংওয়াই ম্রো এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, হুকুমদাতার নির্দেশে অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বিহারে অনধিকার প্রবেশ করে। তারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে পবিত্র বস্তু ভাঙচুর, অপবিত্রকরণ ও সম্পদের ক্ষতিসাধন করে। একইসঙ্গে তারা ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অনেকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মিমিয়া