
মাদারীপুরের ডাসারে ‘জেশ ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিওর অফিসে তালা মেরে লুকিয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। শতাধিক গ্রাহকের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা নিয়ে তারা হঠাৎ করে পলাতক হয়েছে বলে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। এনজিওর কার্যালয়ের সামনে প্রতিদিন সঞ্চয় জমাদানকারী গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী গ্রামের সৈয়দ আলী ভূঁইয়ার প্রবাসী ছেলে মিজানুর রহমানের নিজ বাড়ির দুটি রুম ভাড়া নিয়ে সম্প্রতি ‘জেশ ফাউন্ডেশন’ নামে এনজিওটি তাদের কার্যক্রম শুরু করে। কালকিনি ও ডাসার উপজেলার অসহায় পরিবারকে বিনা সুদে ঋণ দেবে বলে প্রচারণা চালিয়ে প্রায় শতাধিক পরিবার তাদের কাছে সঞ্চয় জমা দেয়।
তবে বৃহস্পতিবার রাতে সঞ্চয়ের ২৫ লাখ টাকা নিয়ে এনজিওর কর্মকর্তা রকিবুল ইসলাম (রকি রহমান) ও তার দলের লোকজন অফিসে তালা মেরে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ক্ষুব্ধ গ্রাহকরা এনজিও কার্যালয়ের সামনে সমবেত হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে তারা বিপুল টাকা এনজিওর কাছে দিয়েছে, যা এখন হাতছাড়া হয়েছে। “আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই, পাশাপাশি ভবন মালিকের সহযোগিতাও চাই,” বলছেন তারা।
ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, শাখা ব্যবস্থাপক পরিচয়ে রকিবুল ইসলাম আমার ভাইয়ের বাড়ির দুটি রুম ভাড়া নিয়েছিলেন। কিন্তু চুক্তি হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।
রকিবুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।
ডাসার থানার ওসি মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।’
মিমিয়া