ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

৬ দফা দাবিতে ইন্ট্রাকো কোম্পানির ডিপোতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ২০:৩৩, ২৪ মে ২০২৫

৬ দফা দাবিতে ইন্ট্রাকো কোম্পানির ডিপোতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

ছবি: দৈনিক জনকন্ঠ।

ভোলার গ্যাস বোতলজাত করে সরবরাহকৃত “ ইন্ট্রাকো কোম্পানির ভোলাস্থ ডিপো অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ভোলার ঘরে ঘরে গ্যাস, মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবিতে আমরা ভোলাবাসী সংগঠনে ব্যানারে বিক্ষোভকারী আন্দোলনকারী পূর্ব নির্ধারিত এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে ভোলা থেকে ঢাকায় গাড়িতে করে বোতলজাত করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

শনিবার (২৪ মে) দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে ভোলার স্বার্থ সংশ্লিষ্ট পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম, ভোলা সু-শাসনের জন্য জনগণের (সুজন) সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপন ,যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছির আল রবিন চৌধুরী, ভোলা সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসেন, কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনের যুগ্ম-সম্পাদক এম ওবায়েদুর রহমান বিন মোস্তফা, ভোলা ইসলামি আন্দোলনের ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা দারুল হাদীস আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ ও ভোলা জেলা মুসলীম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এম মোবাশ্বিরুল হক নাঈম, আমরা ভোলাবাসী সংগঠনের মীর মোশারেফ অমি সহ বিভিন্ন দলের এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ । 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের এক মাত্র দ্বীপ জেলা ভোলায় ২০ লক্ষ মানুষের বসবাস। প্রাকৃতিক সম্পদ গ্যাস সমৃদ্ধ এই জেলার রয়েছে বিপুল সম্ভাবনা। ইতোমধ্যে এখানে গ্যাসভিত্তিক উৎপাদিত  বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। জেলা শহরে প্রায় আড়াই হাজার আবাসিক সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় এক সিদ্ধান্ত সারা দেশের সাথে ভোলাতেও গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ রাখা হয়েছে। কিন্তু ভোলার গ্যাস এলপিজি আকারে সিলিন্ডারে করে কম দামে ঢাকা গাজিপুর নিয়ে ব্যবহার করছে। এ প্রক্রিয়াকে বৈষম্য বলে মনে করছেন স্থানীয়রা।  

ভোলাবাসীর দাবি দ্বীপজেলা বিবেচনা করে ভোলা আবাসিক সংযোগ দেওয়া হোক। এ সময় বক্তারা ভোলার ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোলার গ্যাস ঢাকায় নেয়া বন্ধ করার পাশাপাশি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা- বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করা, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা, ইপিজেড গড়ে তোলা, নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন। 

সমাবেশ শেষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যে প্রায় ৫ কিলোমিটার বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা ইন্টাকো ডিপো অফিসে তালা মেরে দেয়। এ সময় সেখানে বিক্ষোভ প্রদর্শনে করে তাদের দাবি না মানা পর্যন্ত ইন্টাকো কে ভোলার গ্যাস ঢাকায় নিতে দেয়া হবে না মর্মে ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য ২০২৩ সাল থেকে ইন্ট্রাকো কোম্পানি সিলিন্ডারে করে ঢাকার ১৮ টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করে আসছে।

মিরাজ খান

×