ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ০০:৩৭, ২৫ মে ২০২৫

কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ছ‌বি: প্রতীকী

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে অটোরিকশাচালক নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। দুর্ঘটনায় তাদের কন্যা সুমাইয়া আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজাম উদ্দিন শনিবার দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে ফাজিলপুর গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া এলাকায় প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও রোকেয়া খাতুন নিহত হন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা শ্যামগঞ্জ বাজারের জারিয়া মোড় এলাকা থেকে চালক রাসেল (৩০) ও তার সহযোগী মেহেদী হাসানকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আলম জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহযোগীকে থানায় আটক রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.কে.

×