ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশে দুর্গাপূজার সূচনা যাঁর হাতে: রাজা কংস নারায়ণের ইতিহাস

আশরাফুল ইসলাম অন্তর, কন্ট্রিবিউটিং রিপোর্টার,বাগমারা, রাজশাহী

প্রকাশিত: ০১:২৮, ২৫ মে ২০২৫

বাংলাদেশে দুর্গাপূজার সূচনা যাঁর হাতে: রাজা কংস নারায়ণের ইতিহাস

দৈনিক জনকণ্ঠ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর আজ এক সাধারণ পৌরসভা হলেও এর গর্বিত ইতিহাস বহন করে এক প্রাচীন রাজবংশের নাম। তাহিরপুর রাজবংশ, যা কালের প্রবাহে 'তাহেরপুর' নামে পরিচিত হয়েছে, বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজবংশ। এই বংশের উত্থান ও অবদানের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। বংশের সূচনাকারী ছিলেন মৌনভট্ট। তবে সর্বাধিক খ্যাতি অর্জন করেন ষোড়শ শতাব্দীর শেষ ভাগে রাজা কংস নারায়ণ।

রাজা কংস নারায়ণ ছিলেন একাধারে সামরিক বীর, রাজনীতিক ও ধর্মপ্রাণ ব্যক্তি। সুলতানি আমলে চট্টগ্রামে মগ দমন, পাঠান শাসনে ফৌজদারি দায়িত্ব পালন এবং মোগল আমলে বাংলা-বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তাঁর দক্ষতায় মুগ্ধ হয়ে মোগল সম্রাট আকবর তাঁকে সুবে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। তবে বয়সের ভারে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে তাহেরপুরে ফিরে আসেন এবং ধর্মীয় ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেন।

সমসাময়িক বাংলার হিন্দু সমাজে স্থায়ী অবদান রাখার উদ্দেশ্যে তিনি মহাযজ্ঞের পরিকল্পনা করেন। পরগণার শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের পরামর্শে সিদ্ধান্ত নেন দুর্গোৎসব আয়োজনের, যা সকল জাতি ও ধর্মাবলম্বীর জন্য গ্রহণযোগ্য এক ধর্মীয় উৎসব। পণ্ডিত রমেশ শাস্ত্রীর মতে, দুর্গোৎসব এমন একটি যজ্ঞ, যা যুগে যুগে সকলেই পালন করতে পারে এবং এতে সব মহাযজ্ঞের ফল লাভ হয়।

তাহার নির্দেশে বারনই নদীর পূর্ব তীরে রামরামা গ্রামের দুর্গামন্দিরে আয়োজন করা হয় সেই মহান উৎসবের। সাড়ে আট লাখ তাকার বিপুল ব্যয়ে আয়োজিত হয় সেই শারদীয় দুর্গোৎসব, যা ইতিহাসে প্রথম সর্বজনীন দুর্গাপূজার রূপে স্বীকৃত। আজও বাংলাদেশের দুর্গোৎসব সেই ঐতিহাসিক প্রথার ধারাবাহিকতা অনুসরণ করে চলছে।

তবে ইতিহাসের নির্মমতায় কংস নারায়ণের প্রাণ রক্ষা পায়নি। তাঁর চতুর্থ বংশধর লক্ষ্মী নারায়ণের সময়ে সম্রাট আওরঙ্গজেবের ভাই, বাংলার সুবেদার শাহ সুজা বারনই নদীর তীরে অবস্থিত রাজপ্রাসাদ ধ্বংস করে দেন।

তাহেরপুর আজ ইতিহাসের পাতায় এক গৌরবময় অধ্যায়। রাজা কংস নারায়ণের উদ্যোগেই যে দুর্গোৎসব আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, তা একান্তই এই রাজা ও তাঁর ঐতিহাসিক দূরদর্শিতার ফল।

হ্যাপী

×