ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০১:২৯, ২৫ মে ২০২৫

বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ মে) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, নগরীর রূপাতলী ও জাগুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নগরীর রূপাতলী এলাকার আছমত আলী খান সড়কের বাসিন্দা হাসনাত হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন ও জাগুয়া এলাকার ওমর আলীর ছেলে মিরাজ হোসেন।

ওসি মিজানুর রহমান আরও জানান, আনোয়ার ও মিরাজ গত বছরের ৪ আগস্ট বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

 

রাজু

×