
ছবিঃ সংগৃহীত
সিন্ধু পানি চুক্তি স্থগিতের ইঙ্গিত দিল দিল্লি, পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তুলেছে ভারত। জাতিসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি সাইদু হারিস পারভাথানিন বলেন, গত চার দশকে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি ছিল শান্তি ও সৌহার্দ্যের প্রতীক। কিন্তু পাকিস্তান একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করেছে। তিনটি বড় যুদ্ধ, আন্তঃসীমান্ত সন্ত্রাস ও ভারতের অভ্যন্তরে একাধিক হামলার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে দাবি করেন তিনি।
হারিস আরও বলেন, পাকিস্তান শুধু সংঘাতকে উৎসাহ দিচ্ছে, নিজেদের দায়িত্ব এড়াতে বাঁধের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের বিষয়েও উদাসীন। তা সত্ত্বেও ভারত ‘উজানের দেশ’ হিসেবে এখন পর্যন্ত সংযম দেখিয়ে এসেছে। তবে পেহেলগাম হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি হলে চুক্তি স্থগিতের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে।
জবাবে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “ভারত আগুন নিয়ে খেলছে। ভুয়া বর্ণনা ছড়িয়ে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এর জবাব অত্যন্ত শক্তভাবে দেওয়া হবে।”
উভয় দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আকাশসীমায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমাও আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে উপমহাদেশে।
ইমরান