ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় হঠাৎ বাজলো ফোন, অতঃপর ট্রাম্প...

প্রকাশিত: ০৭:১৬, ২৫ মে ২০২৫

নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় হঠাৎ বাজলো ফোন, অতঃপর ট্রাম্প...

ছবি: সংগৃহীত

মজার এক ঘটনার সাক্ষী হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিস। এক নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় হঠাৎ বেজে ওঠে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন। তবে তা রিসিভ করেননি তিনি।

হোয়াইট হাইজে গুরুত্বপূর্ণ আয়োজনে এমন ঘটনা বিরলই। ঠাট্টা করে ট্রাম্প বলেন, ‘মামুলি কংগ্রেস সদস্যের ফোন।’

একটি ভিডিওতে দেখা যায়, ওই কংগ্রেস সদস্য ট্রাম্পের মোবাইল ফোনে পরপর দুইবার কল করেছেন। কিন্তু প্রথমবার কল কেটে দেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর দ্বিতীয়বার আবার ফোন বেজে উঠলে ট্রাম্প দ্রুততার সাথে তার মোবাইল ফোনটি হাতে নিয়ে সাইলেন্ট করে আবার টেবিলে রেখে দেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=OFX-5sQpvms

রাকিব

×