ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা: হংকংয়ের বিশ্ববিদ্যালয় খুলছে নতুন দুয়ার

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ মে ২০২৫; আপডেট: ০৮:৪৯, ২৫ মে ২০২৫

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা: হংকংয়ের বিশ্ববিদ্যালয় খুলছে নতুন দুয়ার

ছবিঃ সংগৃহীত

মার্কিন সরকারের হার্ভার্ডসহ অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রেক্ষিতে, হংকং বিশ্ববিদ্যালয় অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (HKUST) হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য "নির্বর্তনহীন ভর্তি" (Unconditional Offers) ঘোষণা করেছে।

HKUST কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত ভর্তি প্রক্রিয়া, ক্রেডিট ট্রান্সফার, ভিসা সহায়তা এবং আবাসনের মতো সহযোগিতা দেবে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে হংকং-এ পড়াশোনা চালিয়ে যেতে পারে।

HKUST-এর প্রোভোস্ট গুও ইয়িকে বলেন, “বৈচিত্র্য সৃজনশীলতা ও অগ্রগতিকে ত্বরান্বিত করে। হার্ভার্ডের ছাত্রদের আমরা উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত এবং তাদের জন্য এমন একটি গতিশীল পরিবেশ তৈরি করব যেখানে তারা তাদের ক্ষেত্রগুলোতে উৎকর্ষ অর্জন করতে পারবে।”

এই সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন চীনা সরকার হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও ছাত্রবিনিময় কার্যক্রম স্থগিত করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কঠোর সমালোচনা করেছে। হার্ভার্ডে বর্তমানে ১,০০০-এর বেশি চীনা শিক্ষার্থী অধ্যয়নরত আছে, যা এই নিষেধাজ্ঞার ফলে বিপদের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার ঘোষণা করে যে হার্ভার্ড একটি "অনিরাপদ ক্যাম্পাস পরিবেশ" তৈরি করেছে। তারা অভিযোগ করেছে যে সেখানে "যুক্তরাষ্ট্র-বিরোধী, সন্ত্রাসপন্থী-সমর্থক আন্দোলনকারীরা" ইহুদি শিক্ষার্থীদের হয়রানি ও হামলা করেছে। এছাড়াও, হার্ভার্ডের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং সম্প্রতি একটি চীনা আধাসামরিক দলের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপকে "আইনবিরোধী" বলে অভিহিত করেছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য হার্ভার্ড সর্বদা উন্মুক্ত থাকবে। আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে আছি এবং আইনি পথে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।”

প্রসঙ্গত, ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং অনুযায়ী HKUST বিশ্বের ৬৬তম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে, যেখানে হার্ভার্ড রয়েছে তৃতীয় স্থানে।

নোভা

×