ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহাবাগে মার্চ ফর ইউনূস

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ মে ২০২৫; আপডেট: ০৯:৪০, ২৫ মে ২০২৫

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে  শাহাবাগে মার্চ ফর ইউনূস

ছবি:সংগৃহীত

জাতীয় সরকার গঠনের দাবিতে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে 'দেশের সর্বস্তরের জনগণ' ব্যানারে সংগঠিত আন্দোলনকারীরা। 'মার্চ ফর ইউনুস' নামে ঘোষিত কর্মসূচিতে তারা ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি জানান।

 

 

জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন জরুরি। তাদের প্রস্তাবে বলা হয়, সব নির্যাতিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সর্বদলীয় সরকার গঠনের মাধ্যমে আগামী দিনের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা হোক।

 

এছাড়া তারা দাবি তোলেন, সংবিধান সংস্কার করতে হবে এবং ২০২৪ সালের  সংঘটিত ‘গণহত্যার’ জন্য দায়ী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে হবে। আন্দোলনকারীদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে অন্তত পাঁচ বছরের জন্য সময় দেওয়া হোক, যেন তিনি একটি স্বচ্ছ ও টেকসই রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারেন।

 

 

আন্দোলনকারীরা জানান, তারা রাজনৈতিক কোনো দলের ব্যানারে নয়, বরং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা থেকেই এই আন্দোলনে এসেছেন। তাদের মতে, দেশের জনগণ আজ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের রূপরেখা হতে পারে একটি নৈতিক ও নিরপেক্ষ নেতৃত্বের মাধ্যমে গঠিত জাতীয় সরকার।

 

সূত্র:https://youtu.be/2fWu9bQsA70?si=Tc6Gx8PgJetht5z3

আঁখি

×