
ছবি: দৈনিক জনকন্ঠ।
নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫।
রবিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে শুভযাত্রা, ফিতা কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবায় হয়রানিমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা-সবকিছুই এখন অনলাইনে, ক্যাশলেস পদ্ধতিতে করা সম্ভব। সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ২৪ ঘণ্টা নাগরিক সেবা গ্রহণ করা যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, উপ-পরিচালক (কৃষি সম্প্রসারণ) সুফি মো: রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুর রাজ্জাক বাচ্চুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, মৌজার ম্যাপ প্রাপ্তি ও অনলাইনে ভূমি সেবার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আয়োজকরা জানান, সাধারণ নাগরিকদের ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করে তুলতেই এই মেলার আয়োজন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সেবা প্রত্যাশীদের পদচারণায় মুখরিত ভূমি অফিস প্রাঙ্গণ ইতোমধ্যেই এক উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।
মিরাজ খান