
“নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
মেলায় ৩টি স্টলে ভূমি উন্নয়ন কর, নামজারি, রেকর্ড সংশোধনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান হাবিব।
বক্তারা বলেন, জনসাধারণকে ভূমি সেবায় সহজ ও প্রযুক্তিনির্ভর সুবিধা পৌঁছে দিতে এই মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। ভূমি মেলা নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মিমিয়া